সীমান্ত ব্যাংক লিমিটেডে নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ১৭:৩৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সীমান্ত ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক ব্যাংকটি কল সেন্টারে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগে এ বিজ্ঞপ্তি দিয়েছে।

গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানা সুযোগ–সুবিধা পাবেন।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ভালো যোগাযোগের দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।

আবেদনের বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: দেশের যেকোনো জায়গায়।

বেতন: সীমান্ত ব্যাংক পিএলসি ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে কতজন নেবে, তা নির্ধারিত নয়। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুসারে।

আবেদনের শেষ সময়: ২৩ জুলাই ২০২৫।

আমার বার্তা/এল/এমই