মোহাম্মদপুরে কব্জি কাটা আনোয়ার গ্রুপের সদস্য অস্ত্রসহ গ্রেপ্তার
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজধানীর মোহাম্মদপুর থেকে ধারালো অস্ত্রসহ কব্জি কাটা আনোয়ার গ্রুপের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা উদ্যান ২ নাম্বার রোডের ডি ব্লকের একটি খালি প্লট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- মো. রিয়াজ (২৩), মো. হাবিব (১৯) ও মো. শাহিন (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোরশেদ।
তিনি জানান, ঢাকা উদ্যান ২ নম্বর রোডের একটি প্লটের ভেতরে দেশীয় অস্ত্রসহ কব্জি কাটা আনোয়ার গ্রুপের সক্রিয় সদস্যরা অবস্থান করার সংবাদ পেয়েছি। সেখানে অভিযান চালিয়ে ওই গ্রুপের রিয়াজ ও তার দুই সহযোগী হাবিব ও শাহীনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা ধারালো সামুরাই উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মোহাম্মদপুর আদাবর এলাকায় দীর্ঘদিন যাবৎ তারা ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল। দিনে দুপুরে এই গ্রুপ দেশি অস্ত্র দেখিয়ে মানুষের কাছ থেকে তাদের সর্বস্ব ছিনিয়ে নেয়। তাদের ছিনতাইয়ের কয়েকটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। গ্রুপের সদস্য রিয়াজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
আমার বার্তা/এল/এমই