
রাজধানীর তুরাগ এলাকায় একটি আবাসিক ভবনের ৫ম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন সামান্য আহত হয়েছেন এবং ২৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
রোববার (৭ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ ভোর ৫টা ৫০ মিনিটে রাজধানীর তুরাগ এলাকায় একটি আবাসিক ভবনের ৫ম তলায় আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিয়ন কাজ করে সকাল ৬টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আগুনে ৫ তলার ওপরের বাসিন্দাদের ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে প্রথমে ভবনের ছাদে নেওয়া হয়। এরপর আগুন নিয়ন্ত্রণে আনার পর নিরাপদে সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে আনা হয়।
মোট ২৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এদের মধ্যে ৫ জন সামান্য আহত হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সৃষ্টি।
আমার বার্তা/জেএইচ

