সন্ত্রাসীদের ভয়ে জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন মেরাজ মাহামুদ!

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১৭:০৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজধানী ঢাকার মিরপুরে দিনদুপুরে সংঘটিত হয়েছে এক নৃশংস চাঁদাবাজি ও হামলার ঘটনা। এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে একটি সঙ্গবদ্ধ সন্ত্রাসী গ্রুপ।

তথ্য সূত্রে জানা যায়,সন্ত্রাসী গ্রুপ অবৈধভাবে এক কোটি টাকা চাঁদা দাবি করে ঢাকা হার্ডওয়ার-এর স্বত্বাধিকারী মাহামুদ আক্তার পাটোয়ারীর কাছে। চাঁদা দিতে অশ্বিকৃতি জানালে তারা মাহামুদ আক্তার পাটোয়ারীর একমাত্র ছেলে মেরাজ মাহামুদ পাটোয়ারীকে, গত ২০২৫ সালে ৬ মার্চ মিরপুর-১ নাম্বার সনি সিনেমা হলের সামনে প্রকাশ্যে দিবালোকে মারধর করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় সন্ত্রাসী  গ্রুপের সদস্যরা চরম ভয়ভীতি ও হুমকি প্রদান করে বলেন, “টাকা না দিলে আমার ছেলে মেরাজ মাহামুদ কে অপহরণ করে হত্যা করা হবে।” ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, এই সন্ত্রাসী গ্রুপের সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়ে মেরাজ মাহামুদ পাটোয়ারী গত দীর্ঘদিন যাবত পলাতক অবস্থায় আছেন। ব্যবসায়ী মহলে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী দাবি করেছেন,সন্ত্রাসী গ্রুপ দীর্ঘদিন ধরে রাজনৈতিক আশ্রয়ে থেকে মিরপুর ও আশপাশ এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও অপকর্ম চালিয়ে আসছে। তারা দ্রুত এ ঘটনার ন্যায়বিচার ও সন্ত্রাসী গ্রুপের গ্রেপ্তারের দাবি করেছেন।

রাজধানীর বুকে প্রকাশ্য দিবালোকে এমন সন্ত্রাসী তৎপরতা— প্রশ্ন তুলেছে নিরাপত্তা ব্যবস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। সাধারণ মানুষের প্রত্যাশা, দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করার দাবি করেছেন। 

এই পরিবারের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা ও সরকারের সর্বোচ্চ পর্যায়ে লিখিত ও সরাসরি যোগাযোগ করলেও তাদের পরিবারের জন্য এখনো কোন নিরাপত্তার জন্য সহযোগিতা পাননি বলে সাংবাদিকদের জানিয়েছেন মেরাজ মাহামুদের বাবা মাহামুদ আক্তার পাটোয়ারী। 

মেরাজ মাহমুদ প্রাণের ভয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেলেও এখনো সন্ত্রাসীদের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তার বাবা মাহামুদ আক্তার পাটোয়ারী ও তার পরিবার। 

মাহামুদ আক্তার পাটোয়ারী আরো বলেন সন্ত্রাসীরা এখনো প্রতিনিয়ত আমাদের ফ্যামিলির সবাইকে হুমকি-ধমকি দিয়ে আসছে।


আমার বার্তা/এমই