গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযান, আটক ২০ জন

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৪:০৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত জুলাইয়ের পদযাত্রাকে ঘিরে সৃষ্ট উত্তেজনাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের অভিযোগে যৌথ বাহিনীর অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মী রয়েছেন বলে জানা গেছে। গতকাল বুধবার (১৬ জুলাই) দুপুর থেকে শুরু করে বৃহস্পতিবার (১৭ জুলাই) পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার জানান, এই দুই দিনে সেনাবাহিনী ১৫ জন এবং পুলিশ ৫ জনকে আটক করেছে। তিনি বলেন, "সকলকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনির্দিষ্ট অভিযানের মাধ্যমে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।"

তবে এখন পর্যন্ত আটক ব্যক্তিদের নাম ও পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি আইনশৃঙ্খলা বাহিনী।


আমার বার্তা/জেএইচ