মানিকগঞ্জের সাটুরিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ১৪:১৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

মানিকগঞ্জের সাটুরিয়ায় সাপের কামড়ে স্বপ্না আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে বরাইদ ইউনিয়নের চারিকিত্তায় ঘটনা ঘটে।
নিহতের স্বামীর ভাই লাল মিয়া জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্বপ্না রান্নার জন্য মাচা থেকে শুকনো জ্বালানি আনতে যান। এ সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। স্বপ্নার চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এসে দেখতে পান, সাপে কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে তার পায়ে দড়ি বেঁধে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথেই স্বপ্নার মৃত্যু হয়েছে। বর্তমানে সাপের উপদ্রব বেড়েছে, তাই কাজ করার সময় সবাইকে সাবধান থাকা উচিত।’
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন-উর-রশিদ বলেন, ‘আমাদের হাসপাতালে সাপে কাটা রোগীদের জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। তাই দ্রুত হাসপাতালে আনা হলে চিকিৎসা দেয়া সম্ভব।’
আমার বার্তা/এল/এমই