পার্বত্য শান্তিচুক্তি নিয়ে কাজ করছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১৬:০৩ | অনলাইন সংস্করণ

  বান্দরবান প্রতিনিধি:

অনুষ্ঠানে গেস্ট অব অনার হি‌সে‌বে উপ‌স্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি নিয়ে সরকার কাজ করছে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তি‌নি ব‌লেন, ‘পার্বত‌্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তবে দীর্ঘ ২৭ বছরের এ সমস্যার সমাধান এখ‌নও কিছুটা সময়সাপেক্ষ।’

রোববার (২০ জুলাই) সকা‌লে বান্দরবান জেলা পরিষদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ফলদ-বনজ চারা, গবাদিপশু, সেলাই মেশিন এবং প্রসূতি নারী ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে গেস্ট অব অনার হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘যেকোনও জায়গায় বা দেশ উন্নয়নের জন্য সামাজিক শান্তি-শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। জাতিগত ও প্রকৃতিগতভাবে আমাদের এই পার্বত‌্য অঞ্চল বৈচিত্র্যময়। এই বৈচিত্র্যকে যাতে শক্তিতে রূপান্তর করা যায় সেজন‌্যও আমরা যথেষ্ট আন্ত‌রিক।’

এ সময় প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ব‌লেন, ‘শিক্ষা এবং আর্থ-সামা‌জিক উন্নয়‌নে স‌র্বোচ্চ বরাদ্দ দেওয়া হ‌বে।’ তি‌নি পার্বত‌্য এলাকার পিছি‌য়ে পড়া জন‌গো‌ষ্ঠীর জন‌্য সকল ধর‌নের সহ‌যো‌গিতার আশ্বাস প্রদান ক‌রে ব‌লেন, ‘তা‌দের জীবনমান উন্নয়‌নে সকল ধরনের সহ‌যো‌গিতা করা হ‌বে।’

এ সময় অনুষ্ঠানে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সভাপতিত্বে বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

অনুষ্ঠান শেষে জেলার কৃষক ও নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ফলদ-বনজ চারা, গবাদিপশু, সেলাই মেশিন এবং প্রসূতি নারী ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আর্থিক অনুদান বিতরণ করা হয়।


আমার বার্তা/এমই