টাঙ্গাইলে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়ে ব্যবসায়ীকে চিঠি

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১১:৪৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

টাঙ্গাইলে আজাহারুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে চিঠি দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছে কিলার গ্যাং নামে একটি চক্র। চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। 

শুক্রবার (১ আগস্ট) সকালে মাছ ব্যবসায়ী আজাহারুল ইসলামকে এ চিঠি দেয়া হয়।

চিঠিতে বলা হয়, ‘চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারো সঙ্গে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস তাহলে তোকে কবর দেয়ার জন্য তোর মরদেহ পরিবার খুঁজে না পাওয়ার ব্যবস্থা আমরা করবো। মনে রাখবি প্রশাসন তোর সঙ্গে সব সময় থাকবে না। আর বাঁচতে পারবি না। তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্ত তুইসহ তোর পরিবার সুরক্ষিত থাকবে।’

চিঠিতে আরও বলা হয়, ‘দীর্ঘদিন ধরে মাছ ব্যবসা করে যাচ্ছিস। এতে তোর কোনো প্রতিদ্বন্দ্বী নাই। দাবিকৃত ৫ লাখ টাকা তোর কাছে কিছু না। তাই আগামী আগস্টের ৩ তারিখ রোববার সন্ধ্যা ৭টার সময় একটি শপিং ব্যাগে করে কাগমারী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ছবি লাগানো আছে, সেই গাছের নিচে রেখে যাবি।’

এ বিষয়ে সন্তোষ এলাকার স্থানীয় নুরু মিয়া বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছরেও এ ধরনের ঘটনা আমাদের এলাকায় হয়নি। এ চিঠিতে ব্যবসায়ী মহলে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।’

আজাহারুল ইসলাম বলেন, ‘আমার কর্মচারী নিশা অশিক্ষিত লোক। তিনি দীর্ঘদিন ধরে আমার কাছে থাকেন। বৃহস্পতিবার রাতে অচেনা এক লোক তাকে একটি চিঠি দেয়। তিনি সে চিঠি পরের দিন শুক্রবার সকালে আমার হাতে দেন। এ সময় কর্মচারী নিশা বলেন, একটি ক্লাব থেকে আপনাকে এই চিঠি দিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘চিঠি খুলে দেখার পর আতঙ্ক কাজ করছে। সেই সঙ্গে আমার পরিবার আতঙ্কে রয়েছে। এ বিষয়ে সদর থানায় একটি অভিযোগ দিয়েছি।’

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, এ ঘটনায় আজহারুল ইসলাম একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত চলছে। খুব দ্রুতই বিষয়টি শনাক্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে।

আমার বার্তা/এল/এমই