‎গোপন সংবাদের ভিত্তিতে ৩২ হাজারেরও বেশি শলাকা অবৈধ সিগারেট জব্দ ‎

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ২০:৫০ | অনলাইন সংস্করণ

  মোঃ আরিফ,মাল্টিমিডিয়া প্রতিনিধি:

ছবি : প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা উপজেলার তালতলা বাজার এলাকায় বাংলাদেশ নৌবাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে। অভিযানে দুইজনকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়।

‎সোমবার (৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের উপস্থিতিতে লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রহমান (ট্যাজ), বিএন (পি নং ২৭৭৭)-এর নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর ৯ সদস্যের একটি সশস্ত্র দল এবং পাথরঘাটা থানা পুলিশের একটি টহল দল অভিযানে অংশ নেয়।

‎অভিযান চলাকালে তালতলা বাজার সংলগ্ন “সাজিদ ট্রেডার্স” ভবনের নিচ তলায় তল্লাশি চালিয়ে বার্গো টোবাকো (প্রধান অফিস বরিশাল) কোম্পানির ২৫,৭৬০ শলাকা কিংস সিগারেট এবং ৬,৬৯০ শলাকা ড্রাগন সিগারেট জব্দ করা হয়।

‎ঘটনার সঙ্গে জড়িত পাথরঘাটা উপজেলার সেলসম্যান মো. ইসমাইল হোসেন (২৮) এবং এ এলাকায় কোম্পানির ডিলার মো. হাসান (৩৫)-কে আটক করা হয়। তারা দীর্ঘ ছয় মাস ধরে পাথরঘাটা ও আশপাশের এলাকায় অবৈধভাবে সিগারেট বাজারজাত করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

‎পরবর্তীতে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় মামলা নং-১৯/২০ অনুযায়ী উভয়কে ২০,০০০ টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জব্দকৃত সব সিগারেট উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

‎আটককৃতরা হলেন ‎১। মো. ইসমাইল হোসেন (২৮), পিতা: নাছির হাওলাদার, ঠিকানা: ০৪ নং ওয়ার্ড, পাথরঘাটা পৌরসভা। ২। মো. হাসান (৩৫), পিতা: ছিদ্দিকুর রহমান, ঠিকানা: ০৪ নং ওয়ার্ড, কাঠালতলি ইউনিয়ন।

‎নৌবাহিনীর এই উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। এছাড়াও তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ পণ্য বাজারজাত কার্যক্রম বন্ধ হবে।