জয়পুরহাটে বস্তায় পোড়া লাশ উদ্ধার
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৫:০৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় একটি কলাবাগান থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পুড়তে থাকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে তিলকপুর ইউনিয়নের কাদোয়া বটতলী এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হালকা বৃষ্টি ও নিস্তব্ধতার মধ্যে পুকুরে মাছের খাবার দিতে যান বিকাশ দেবনাথ নামে এক ব্যক্তি। তিনি কলাবাগানের পাশেই পুকুরে মাছ চাষ করেন। এ সময় আগুন জ্বলতে দেখে তিনি কাছে গিয়ে দেখেন একটি বস্তার ভেতরে একজন মানুষ পুড়ছে। সঙ্গে সঙ্গে তিনি আশপাশের লোকজনকে খবর দেন। স্থানীয়রা এসে আগুন নিভিয়ে ফেলেন।
আক্কেলপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম জানান, পোড়া লাশটি আনুমানিক ৩৫ বছর বয়সি এক অজ্ঞাতনামা পুরুষের। আগুনে তার মাথা ও শরীরের কিছু অংশ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে লাশ বস্তায় ভরে কলাবাগানে এনে আগুনে পোড়ানো হয়েছে।
জমির মালিক আহসান হাবিব বর্তমানে নওগাঁয় বসবাস করেন। বিকাশ দেবনাথ জমিটি ভাড়া নিয়ে কলাবাগান করেছেন এবং পাশাপাশি মাছ চাষ করেন।
তবে বুধবার (৬ আগস্ট) সকাল পৌনে ১০টা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তার কোনো স্বজনও এখন পর্যন্ত পুলিশের সঙ্গে যোগাযোগ করেননি। এ বিষয়ে বিস্তারিত জানতে আক্কেলপুর থানায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কর্তব্যরত কেউ ফোন ধরেননি।
আমার বার্তা/এল/এমই