কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৬:২৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় সৈকতের জিরো পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এর আগে বেলা ১১টায় ওই একই স্থানে গোসলে নেমে সে নিখোঁজ হয়। মৃত সামাদ মাগুরা সদর উপজেলার পশ্চিবাড়ীয়ালা হাজীপুর গ্রামের আলীউল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মাগুরা থেকে সামাদসহ ৭ জন একসঙ্গে কুয়াকাটা বেড়াতে এসে হোটেল সৈকতে ওঠেন। পরে বুধবার বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টে সামাদ ও সেলিম রেজা একসঙ্গে গোসলে নামেন। এসময় সামাদ ঢেউয়ের তোড়ে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় ক্যামেরাম্যানরা প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর আড়াইটার দিকে ওই একই স্থান থেকে সামাদের লাশ উদ্ধার করে।
আমার বার্তা/এল/এমই