বগুড়ায় ঢাক-ঢোল পিটিয়ে প্রজন্মদলের বিজয় মিছিল

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৭:২৭ | অনলাইন সংস্করণ

  ফয়সাল হোসাইন সনি, বগুড়া প্রতিনিধি (মাল্টিমিডিয়া):

ছবি : প্রতিনিধি

স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি এবং ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বগুড়ায় ঢাক-ঢোল পিটিয়ে বর্ণাঢ্য বিজয় মিছিল ও আলোচনা সভা করেছে মুক্তিযুদ্ধের প্রজন্মদল।

গতকাল (৫ আগস্ট) বুধবার দুপুরে জেলা মুক্তিযুদ্ধের প্রজন্মদলের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি আব্দুল আজিজ হিরার নেতৃত্বে বর্ণাঢ্য মিছিলটি শহরের রেলওয়ে ট্রাস্ট মার্কেট এলাকা থেকে শুরু হয়ে প্রেসক্লাব হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে ব্যানার, ফেস্টুন ও ঢাক-ঢোলের বাদ্যে মুখরিত হয়ে পড়ে শহর।

মিছিল শেষে শহীদদের স্মরণে এক আলোচনা সভা ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি আবুল কাশেম, সানাউল হোসেন, জিয়াবুল ইসলাম জিয়া, আরিফ সরকার টিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, খায়রুল হাসান কোমল, সহ-সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন গৌরাঙ্গ মোহন বসাক, মির্জা জামান আলী, সাজ্জাদুর রহমান রতন, মিঠু মিয়া, জোবাইদুর রহমান, টুলু মিয়া, শহিদুল ইসলাম, বগুড়া সদর উপজেলা আহ্বায়ক শায়েস্তা খান, সদস্য সচিব রেজাউল সরকার রেজা, শেখ রাসেল, এজাজুল হক, সম্রাট হোসেন, হানজেলা মীর, শফিকুল ইসলাম, গোফফার আলী ডাবলু, মাহমুদ করিম তালুকদার, সিজু মিয়াসহ আরও অনেকে।

আয়োজনে বক্তারা বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা একটি অধ্যায়। সেই আন্দোলনের চেতনায় বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে গণজাগরণ গড়ে তুলতে হবে।”