ঝালকাঠিতে পানির দাবিতে বিক্ষোভ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৭:৪৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

দীর্ঘ আড়াই বছর ধরে ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের কলাবাগান এলাকায় পৌর পানি সরবরাহের সমস্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।

রোববার (১৭ আগস্ট) সকালে ৯নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষ প্রথমে শহরে মিছিল করে। এরপর স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

এসময় ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, দীর্ঘ ২ বছর ধরে কলাবাগান এলাকায় পানি সরবরাহের তীব্র সমস্যা সৃষ্টি চলে আসছে। এ ওয়ার্ডের বেশিভাগ জায়গাতেই দিনে কিংবা রাতে পানি পাওয়া যায় না। সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষকে বার বার অবহিত করলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। বর্তমানে পানির সমস্যার কারণে এলাকাবাসী নিরুপায় হয়ে নদীর পানি ব্যবহার করার কারণে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।

স্থানীয় মুরাদ হোসেন বলেন, ‘নিয়মিত পৌর পানির বিল পরিশোধ করলেও কী কারণে বছরের পর বছর

পানির পাম্প অকার্যকর থাকে সে বিষয়ে আমরা বোধগম্য নই। দ্রুত সময়ের মধ্যে পানির সমস্যা সামাধান করা এখন বাসিন্দাদের দাবি।’

এ সমস্যা কেন এবং সমাধান কী? এ প্রশ্নের জবাবে পৌর প্রশাসক কাওছার হোসেন সাংবাদিকদের বলেন, পৌসভার ৮ ও ৯ নং ওয়ার্ডে ৪টি পাম্প থেকে পানি সরবরাহ করা হতো। কিন্তু পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় ২টি পাম্পে পানি উঠছেনা এবং ১ টি পাম্প থেকে লবণাক্ত পানি ওঠে। তাই এই তিনটি পাম্প বন্ধ রয়েছে। ফলে ৯নং ওয়ার্ডে পানির সংকট বিরাজ করছে। 

ঝালকাঠি পৌরসভা ৭ জেলা পানি সরবরাহ প্রকল্প ও ২৫ জেলা পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পে  বিষয়টির সমাধানের জন্য একটি প্রকল্প তৈরি করে পাঠানো করা হয়েছে। শিগগিরই এ প্রকল্প শুরু হলে ঝালকাঠিবাসী এ সমস্যা থেকে মুক্তি পাবে, বলেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক পৌর প্রশাসক কাওছার হোসেন।

আমার বার্তা/এল/এমই