ফরিদপুরে সালথায় স্ত্রীকে পিটিয়ে হত্যা করে পালালো স্বামী
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ফরিদপুরের সালথায় পারিবারিক কলহের জেরে স্ত্রী নাদেরা আক্তারকে (২৩) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী রাজুর বিরুদ্ধে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এর আগে, শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতাউর রহমান জানান, রাজু মাতুব্বর ১৫ দিন আগে মেয়েটিকে স্ত্রী পরিচয়ে বাড়িতে রাখেন। শনিবার রাতে নাদেরাকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায় রাজু। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই রাজু পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
আমার বার্তা/এল/এমই