মাদরাসার অনুদান সংগ্রহের সময় তিন খাদেমকে মারধর করে টাকা ছিনতাই

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

নাটোরের নলডাঙ্গায় মাদরাসার জন্য অনুদান সংগ্রহ করার সময় তিন খাদেমকে মারধরের অভিযোগ উঠেছে। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে টাকা-পয়সা ও জিনিসপত্র। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতে ভুক্তভোগী খাদেম মামুন হোসেন বাদী হয়ে নলডাঙ্গা থানায় মামলা করেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাবনার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা গ্রামের আনোয়ার হোসেন (৩০), রফিকুল ইসলাম (৩৬) ও মামুন হোসেন (২৩) নামে তিনজন সিংড়া উপজেলার চলনবিল আল-জামিয়া মহিলা মাদরাসার পক্ষে রসিদ বই দিয়ে অনুদান তুলছিলেন। শনিবার দুপুরে তারা নলডাঙ্গার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে কয়েকটি বাড়ি ও দোকান থেকে টাকা নেন। কিন্তু তাদের আচরণে সন্দেহ হলে কয়েকজন গ্রামবাসী তিনজনকে আটকে কামালের মোড়ের একটি দোকানে নিয়ে মারধর করেন। এ সময় মাথার চুল কেটে দেওয়ার পাশাপাশি তাদের কাছ থেকে প্রায় পাঁচ হাজার টাকা, একটি রসিদ বই ও একটি হাতঘড়ি কেড়ে নেওয়া হয়।

খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে এ বিষয়ে ভুক্তভোগী মামুন হোসেন বাদী হয়ে মামলা করেন।

নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ভুক্তভোগী তিনজনকে থানায় আনা হয়। এ ঘটনায় খাদেম মামুন হোসেন বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। 

আমার বার্তা/এল/এমই