দুর্গাপূজা উপলক্ষে বড়লেখায় ইউএনও'র পূজামণ্ডপ পরিদর্শন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০২ | অনলাইন সংস্করণ

  হোসাইন আহমদ জীবন,বড়লেখা প্রতিনিধি(মাল্টমিডিয়া):

ছবিঃপ্রতিনিধি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  গালিব চৌধুরী ।

রবিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত তিনি সুজানগর ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন।
এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে ইউএনও পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা, বিদ্যুৎ ও আলোকসজ্জা, স্বাস্থ্যবিধি এবং সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখেন। পাশাপাশি মণ্ডপ কর্তৃপক্ষকে সরকারি নির্দেশনা মেনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানান।

স্থানীয় পূজামণ্ডপ কর্তৃপক্ষ ইউএনওকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রশাসনের সার্বিক সহযোগিতা থাকার কারণে পূজার আনন্দ ও নিরাপত্তা আরও বর্ধিত হয়েছে।