ভৈরবে মালবোঝাই পিকআপ ছিনতাইকালে আটক ৩
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

কিশোরগঞ্জের ভৈরবে মালবোঝাই পিকআপ ছিনতাই করার সময় তিন যুবককে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার আগানগর গ্রামে এ ঘটনা ঘটেছে।
আটকরা হলেন, মামুন (৩০), সোহান (২৪) ও আকাশ (২৫)। তারা ভৈরব পৌর শহরের গাছতলা ঘাটের বাসিন্দা।
পুলিশ জানায়, সন্ধ্যায় আশুগঞ্জের একটি রাইস মিল থেকে মালবোঝাই করে গাড়িটি ভৈরবের একটি চিড়ার মিলে যাচ্ছিল। গাড়িটি ভৈরব শহরের গাছতলাঘাট এলাকায় পৌঁছালে ওই তিন ছিনতাইকারী চালককে ভুল পথ দেখিয়ে প্রত্যন্ত এলাকা ভৈরব উপজেলার আগানগর গ্রামে নিয়ে যায়।
সেখানে ছিনতাইকারীরা চালককে মারধর করে এবং জোরপূর্বক পিকআপটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ছিনতাইকারী চক্রের এক সদস্য নিজেই গাড়ি চালিয়ে ভৈরব দুর্জয়মোড় পার হয়ে বেলাব উপজেলার বারৈচা পৌঁছালে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
গাড়ির মালিক তৌহিদ মিয়া জানান, ছিনতাইকারীরা চালককে মারধর করে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পরপর চালক পুলিশকে ঘটনাটি অবগত করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান শুরু করে এবং রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা থেকে তিন ছিনতাইকারী আটক করে।
এ বিষয়ে ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু তালেব জানান, তিন যুবক চিহ্নিত ছিনতাইকারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে। এ ঘটনায় গাড়ির মালিক মামলা করেছেন।
আমার বার্তা/এল/এমই