পোরশায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পাহিন

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫২ | অনলাইন সংস্করণ

  নাইম উদ্দীন, পোরশা প্রতিনিধি (মাল্টিমিডিয়া):

ছবি : প্রতিনিধি

নওগাঁর পোরশায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার শাহ্ খালেদ হাসান চৌধুরী পাহিন।

 রবিবার বিকালে তিনি উপজেলার নিতপুর ও গাঙ্গুরিয়া ইউনিয়নের পূজা মন্ডপ গুলি পরিদর্শন করেন। এসময় উপজেলা বিএনপি'র সাবেক সহসাংগঠনিক সম্পাদক আজাহার আলী, যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইব্রাহীম আলী (কালু), নিতপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, যুবদল নেতা আতাহার আলী আপেল সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ইঞ্জিনিয়ার শাহ্ খালেদ হাসান চৌধুরী পাহিন বলেন, এ উপজেলায় দূর্গাপূজা সুষ্ঠ ও শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে পালনের লক্ষ্যে স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। পুজামন্ডপ নিয়ে এখানে কোন বিরোধ নেই। তিনি এবং তার দল সংখ্যা লঘু পরিবার ও তাদের সম্পদ সহ সকল প্রকার নিরাপত্তা বিধানে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে তিনি আরও বেশি কাজ করার আশ্বাস দেন।