মাদারীপুরে ২৮ দিনের মধ্যে ডিসি পরিবর্তন, নতুন দায়িত্বে জাহাঙ্গীর আলম

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১৩:২৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

মাদারীপুরে জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগের ২৮ দিনের মধ্যে নতুন ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাহাঙ্গীর আলম। তিনি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব (উপদেষ্টা) হিসেবে কাজ করছেন।

গত ১৫ অক্টোবর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে মাদারীপুরসহ ৪টি জেলার নতুন ডিসি নিয়োগের আদেশ দেওয়া হয়েছিল। তবে মাদারীপুর জেলা থেকে মিজ আফসানা বিলকিসকে দায়িত্ব দেওয়া হলেও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে, যার ফলে কিছু বিতর্ক সৃষ্টি হয়।

অবশেষে, ১৩ নভেম্বর এক নতুন প্রজ্ঞাপনে মিজ আফসানা বিলকিসের স্থলে জাহাঙ্গীর আলমকে মাদারীপুর জেলার ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।


আমার বার্তা/জেএইচ