স্বর্ণ চুরির মিথ্যা অভিযোগে পরিবারের ওপর নির্যাতন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ২০:১৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

কক্সবাজারের টেকনাফে স্বর্ণ চুরির একটি কথিত অভিযোগকে কেন্দ্র করে নিরীহ একটি পরিবারের ওপর ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছে। কোনো ধরনের প্রমাণ বা যাচাই ছাড়াই পরিকল্পিতভাবে পরিবারের সদস্যদের ডেকে নিয়ে গিয়ে গোপন স্থানে আটকে রেখে নির্মম নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, সংঘবদ্ধ একটি চক্র তাদের কৌশলে ডেকে নেয় এবং এরপর দীর্ঘ সময় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। মারধরের পাশাপাশি বিদ্যুৎ শক দেওয়া হয় এবং ড্রিল মেশিন ব্যবহার করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে পরিবারের নারীদেরও রেহাই দেওয়া হয়নি। তাদের উলঙ্গ করে নির্যাতন চালানো হয় এবং সেই অমানবিক দৃশ্য ভিডিও ধারণ করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। এমন ঘটনা মানবাধিকার, সামাজিক শালীনতা ও দেশের বিদ্যমান আইন ব্যবস্থার সরাসরি লঙ্ঘন বলে মনে করছেন স্থানীয়রা।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার ১ নম্বর ওয়ার্ডের চারজন ব্যক্তির নাম অভিযোগে উঠে এসেছে। তারা হলেন—হামিদ, রহমত করিম, নুর কবির ও জাভেদ। অভিযোগে দাবি করা হয়েছে, এই ব্যক্তিরা একটি সংঘবদ্ধ অপরাধচক্রের সঙ্গে যুক্ত এবং এর আগেও ইয়াবা কারবার ও মানব পাচারের মতো গুরুতর অপরাধে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবার এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি স্থানীয়দের অনুরোধ—অভিযোগগুলোর সত্যতা যাচাই করে নির্যাতিত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের বর্বর ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।
