পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ১
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পদ্মা সেতুতে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কার ঘটনায় তোফায়েল মিয়া (২৭) নামের বাসের এক সহকারী নিহত হয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ২৯ নম্বর পিলার বরাবর এ ঘটনা ঘটে।
নিহত মো. তোফায়েল মিয়া মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি বর্তমানে শরীয়তপুরের জাজিরা উপজেলার ফকির মাহমুদ আকন কান্দি এলাকায় ভাড়া থাকেন।
সেতু কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাতে ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহন নামের একটি বাস পদ্মা সেতুর ২৯ নম্বর পিলার এলাকায় হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। এ সময় পেছনে থাকা ঢাকা থেকে ভাঙ্গাগামী বসুমতী পরিবহন নামের একটি বাস সজোরে সামনের বাসটির পেছনে ধাক্কা দেয়। এতে বসুমতি পরিবহনে থাকা হেলপার মো. তোফায়েল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। পরে সেতু কর্তৃপক্ষের লোকজন এসে আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। বিষয়টি পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে সেতু কর্তৃপক্ষের রেকারে করে দুর্ঘটনা কবলিত বাস দুটি আলাদা লেনে সরিয়ে নেওয়া হয়।
বিষয়টি নিয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় ঢাকা পোস্টকে বলেন, পদ্মা স্পেশাল নামের পরিবহনটি চলতে চলতে হঠাৎ দাঁড়িয়ে পড়লে পেছন থেকে বসুমতী পরিবহন নামের একটি বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যান। আমরা দ্রুত ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। দুর্ঘটনাকবলিত বাস দুটিকে রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়ায় যানজট তৈরি হয়নি। আমরা সব সময় গাড়িচালকদের সতর্ক করি, যাতে তারা পদ্মা সেতুর উপর না দাঁড়ায়।
এ ব্যাপারে পদ্মা সেতু দক্ষিণ থানা-পুলিশের উপপরিদর্শক কবির হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠাই। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
আমার বার্তা/এল/এমই
