টাঙ্গাইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন কর্নেল আজাদ
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:০৭ | অনলাইন সংস্করণ
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জুবায়ের হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র হস্তান্তর করেন।
দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন এই নেতা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কর্নেল আজাদ সমর্থন গোষ্ঠীর আহ্বায়ক আবুল কালাম আজাদ, আশরাফুল ইসলাম মাসুদ, নুরুল আলম মেম্বার এবং সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় তার বিপুল সংখ্যক সমর্থক ও শুভানুধ্যায়ী উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল শেষে কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ সাংবাদিকদের বলেন, মধুপুর ও ধনবাড়ীবাসীর সেবা করার লক্ষ্যেই তিনি এই নির্বাচনে অংশ নিচ্ছেন। জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ও এলাকার উন্নয়নের স্বার্থে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে যাওয়ার সংকল্প ব্যক্ত করেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসাদুল ইসলাম আজাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ এই আসনের নির্বাচনী সমীকরণকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে ধারণা করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।
আমার বার্তা/মো. নাজমুল হক/এমই
