চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি হেরোইনসহ একজন আটক

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১৩:৪০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

চাঁপাইনবাবগঞ্জে এক মাদক কারবারির বাড়িতে অভিযান চালিয়ে তিন কেজি হেরোইনসহ এবরান আলী (৫৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব।

শনিবার (১৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ।

আটক এবরান আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকার সোনাপট্টি গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে।

জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) র‍্যাবের একটি টহল দল নিয়মিত টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এবরান আলীর নিজ বাড়িতে মাদকদ্রব্য মজুদ আছে। এরপর সেখানে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয় এবং তার হেফাজতে থাকা একটি ব্যাগের ভেতর থেকে ৩.১ কেজি (তিন দশমিক এক) হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ১০ লাখ টাকা।

র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মারুফ হোসেন খাঁন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চরবাগডাঙ্গায় অভিযান চালিয়ে ৩ কোটি ১০ লাখ টাকা মূল্যের হিরোইন জব্দসহ মাদককারবারীকে আটক করা হয়েছে। আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যাবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।