সিঙ্গাপুর থেকে আসবে এক কার্গো এলএনজি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৭:০৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৫১৭ কোটি ১৯ লাখ টাকা।
বুধবার (৬ আগস্ট) উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো (২২-২৩ সেপ্টেম্বর, ২০২৫ সময়ের জন্য ৪০তম) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।
সিঙ্গাপুরের মেসার্স আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটই লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৫১৭ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৫০৬ টাকা পয়সা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১২.২৮৯ মার্কিন ডলার।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে এসব এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
আমার বার্তা/এল/এমই