জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ শুরু ২০ মে

প্রকাশ : ১৯ মে ২০২৫, ১৪:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম আগামী ২০ মে (সোমবার) থেকে শুরু হচ্ছে। রোববার (১৮ মে) পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নিয়মিত, ২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী এবং ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রমোটেড শিক্ষার্থীরা যাদের কোনো কোর্সে এফ (ফেল) গ্রেড রয়েছে, তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ফরম পূরণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অনলাইনে (http://ems.nu.ac.bd অথবা www.nubd.info/honours) ২০ মে থেকে শুরু হয়ে চলবে ১৫ জুন পর্যন্ত। আর সোনালী সেবার মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়া যাবে ২৫ জুন থেকে ৩০ জুন বিকেল ৪টা পর্যন্ত।

পরীক্ষা ফি ও অন্যান্য খরচের বিষয়ে জানানো হয়েছে, এ পরীক্ষায় প্রতি পূর্ণ তত্ত্বীয় পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। এ ছাড়া অর্ধ পত্রের জন্য ২০০ টাকা, ব্যবহারিক পত্রের জন্য ২৫০ টাকা, ইনকোর্স ফি বিশ্ববিদ্যালয় অংশ ১০০ টাকা এবং কলেজ অংশ ২০০ টাকা, কেন্দ্র ফি ৮০০ টাকা (কলেজ অংশ ১৫০, কেন্দ্র অংশ ৩০০ এবং অন্যান্য খরচ ৩৫০ টাকা) নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া গ্রেড উন্নয়ন বা অনিয়মিত শিক্ষার্থীদের জন্য বিশেষ অন্তর্ভুক্তি ফি ধরা হয়েছে প্রতি পত্রের জন্য ৩০০ টাকা। ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এফ গ্রেডপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ফি ধরা হয়েছে ৫ হাজার টাকা। আর সি প্রমোটেড শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত অন্তর্ভুক্তি ফি ধরা হয়েছে ১ হাজার টাকা।

>> চূড়ান্ত পরীক্ষায় যারা অংশ নিতে পারবেন

পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ পরীক্ষায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন করা নিয়মিত শিক্ষার্থীরা, পূর্ববর্তী পরীক্ষায় অনুপস্থিত বা নট প্রমোটেড হওয়া অনিয়মিত শিক্ষার্থীরা, সি, সি প্লাস এবং ডি গ্রেডপ্রাপ্ত শিক্ষার্থীরা সর্বোচ্চ দুটি পত্রে গ্রেড উন্নয়ন পরীক্ষায় অংশ নিতে পারবেন। আর যাদের কোনো কোর্সে এফ গ্রেড রয়েছে, তারা সে কোর্সে অংশ নিতে পারবেন, তবে ব্যবহারিক পরীক্ষায় গ্রেড উন্নয়নের সুযোগ নেই।

>> কলেজ কর্তৃপক্ষের জন্য দেওয়া হয়েছে যে নির্দেশনা

প্রতিটি কলেজকে তাদের সম্ভাব্য পরীক্ষার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ইএমএস সফটওয়্যার থেকে ডাউনলোড করে ফরম পূরণ নিশ্চিত করতে হবে। ভুল তথ্য এন্ট্রি বা নিশ্চয়নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কোনো অভিযোগ গ্রহণ করবে না। ফরম পূরণ শেষে বিভাগের প্রধান এবং অধ্যক্ষের স্বাক্ষর নিতে হবে। এ ছাড়া পরীক্ষার্থীর সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি ফরমে সংযুক্ত করতে হবে।

>> যে পদ্ধতিতে জমা দিতে হবে পরীক্ষার ফি

পরীক্ষার ফি ডিজাইনকৃত ফরমে ‘সোনালী সেবা’র মাধ্যমে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় নির্দিষ্ট সময়ে জমা দিতে হবে। অন্য কোনো মাধ্যম বা ফরমে টাকা জমা দিলে তা গ্রহণযোগ্য হবে না।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের পর কোনো ফরম জমা বা ডাটা এন্ট্রি গ্রহণ করা হবে না। তাই সময়মতো সব কার্যক্রম সম্পন্ন করতে শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে বিজ্ঞপ্তিতে অনুরোধও জানানো হয়েছে।

আমার বার্তা/জেএইচ