প্রাথমিকের শিক্ষকদের শৃঙ্খলা মামলায় নজরদারি বাড়াল অধিদপ্তর
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১৯:৩৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিরুদ্ধে চলমান বিভাগীয় মামলা এবং আপিল মামলার হালনাগাদ তথ্য প্রতি মাসে নির্ধারিত ছকে পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
রোববার (১৮ মে) অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগের সহকারী পরিচালক (চলতি দায়িত্ব) মাহফুজা খাতুনের স্বাক্ষর করা একটি স্মারকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
মূলত, ২০২৪ সালের ৮ অক্টোবরের এক নির্দেশনার সূত্র ধরে এখন এসব তথ্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় যথাসময়ে তথ্য উপস্থাপন নিশ্চিত করার জন্য বিভাগীয় মামলা ও আপিল মামলার বিস্তারিত হালনাগাদ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে করতে হবে। এরমধ্যে নির্ধারিত ছক ‘ক’-তে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের বিভাগীয় মামলার তথ্য এবং ছক ‘খ’-তে শুধুমাত্র সহকারী শিক্ষকদের আপিল মামলার তথ্য অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। প্রতিটি ছকে মামলার মোট সংখ্যা, চলতি মাসে দায়েরকৃত ও নিষ্পত্তিকৃত মামলা, বহাল দণ্ড, লঘু দণ্ড, অব্যাহতি এবং বর্তমানে অনিষ্পত্তিকৃত মামলার সংখ্যা নির্ভুলভাবে উপস্থাপন করতে হবে।
এই নির্দেশনার অনুলিপি বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষকদের শৃঙ্খলাসংক্রান্ত মামলাগুলোর প্রক্রিয়া ও নিষ্পত্তির গতি ত্বরান্বিত করতেই নিয়মিত প্রতিবেদন পাঠানোর বিষয়টি গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে।
আমার বার্তা/এমই