শাবিপ্রবিতে এমএসসি ইন ডেটা সায়েন্স’ ভর্তি পরীক্ষা ৩০ আগস্ট

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৭:২৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

প্রথমবারের মতো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চালু হচ্ছে পেশাগত মাস্টার্স প্রোগ্রাম ‘এমএসসি ইন ডেটা সায়েন্স’। বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও গণিত বিভাগের সহযোগিতায় প্রোগ্রামটি শুরু হচ্ছে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।

শনিবার (১৬ আগস্ট) তিনি বলেন, বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা ও ডেটাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের চাহিদা দ্রুত বাড়ছে। ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা ও সরকারি নীতিনির্ধারণসহ নানা ক্ষেত্রে দক্ষ ডেটা বিশ্লেষকের প্রয়োজনে প্রোগ্রামটি চালু হচ্ছে যাতে তারা চাকরির পাশাপাশি পেশাগত দক্ষতা অর্জন করতে পারেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২ সেমিস্টারে এক বছর মেয়াদি ৪০ ক্রেডিটের এই প্রোগ্রামে তত্ত্ব ২৩ ও ল্যাব ১৭ ক্রেডিট। ৪০টি ক্লাসের এই কোর্সটিতে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পাঠদান হবে। এই প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট।

এই প্রোগ্রামে প্রথম সেমিস্টারে পড়ানো হবে সম্ভাবনা ও পরিসংখ্যানিক পদ্ধতি, ডেটা সায়েন্সের জন্য গণিত, পাইথন দিয়ে উন্নত প্রোগ্রামিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং, উন্নত ডেটা স্ট্রাকচার ও অ্যালগরিদম, উচ্চমাত্রিক ডেটা শিক্ষা ও চিত্রায়ণ, প্রকল্পভিত্তিক শিক্ষা, আর দ্বিতীয় সেমিস্টারে থাকবে পরিসংখ্যানিক অনুমান ও মডেলিং, অপ্টিমাইজেশন ও সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ, ডেটা সায়েন্সের জন্য ডেটাবেস ব্যবস্থাপনা, ক্লাউড-ভিত্তিক বিগ ডেটা বিশ্লেষণ, গভীর শিক্ষণ, পেশাগত দক্ষতা ও ডেটা সায়েন্স নীতি।

পাশাপাশি বিভাগটিতে থাকা দুটি আধুনিক কম্পিউটার ল্যাব (১৪০টিরও বেশি উচ্চ ক্ষমতাসম্পন্ন কম্পিউটার) এবং ক্লাউডভিত্তিক ডেটা বিশ্লেষণ সুবিধা ও সমৃদ্ধ সেমিনার লাইব্রেরি রয়েছে, যা শিক্ষার্থীদের ব্যবহারের অনুমতি দেওয়া হবে।

এই প্রোগ্রামে ভর্তির জন্য শিক্ষার্থীদের যেকোনো বিষয়ে ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) বা সমমানের দ্বিতীয় শ্রেণি স্নাতক ডিগ্রি (৩ বা ৪ বছর মেয়াদি), তবে গণিতে মৌলিক জ্ঞান থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হতে হবে। স্নাতক চূড়ান্ত পরীক্ষার্থীরা অ্যাপিয়ারেন্স সার্টিফিকেটসহ আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষায় ৮০ নম্বর (গণিত, পরিসংখ্যান, কম্পিউটার ফান্ডামেন্টালস) লিখিত পরীক্ষা হবে। মৌখিক পরীক্ষায় থাকবে ১০ নম্বর এবং সিজিপিএ ১০ নম্বর। মেধাক্রমে শীর্ষ ৪০ জন নির্বাচিত হবে। আবেদন ফি ৫শ টাকা প্রদান করে (https://forms.gle/yYt2Mnabf88LPwCv9) এই লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করা যাবে।

আমার বার্তা/এল/এমই