শিক্ষার্থীদের চেয়ে শিক্ষকদের ব্যক্তিস্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে: ফায়েজ
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেছেন, দেশের বর্তমান তরুণ প্রজন্ম অত্যন্ত আন্তরিক ও মেধাবী। জুলাই আন্দোলন পরবর্তী সময়ে তরুণ প্রজন্মকে যথাযথ কাজে লাগানো যায়নি। অনেকক্ষেত্রে শিক্ষার্থীদের স্বার্থের চেয়ে শিক্ষকদের ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) ইউজিসি ও ইউনিসেফ যৌথ উদ্যোগে আয়োজিত সামাজিক ও আচরণগত পরিবর্তন (এসবিসি) বিষয়ক পাঠ্যক্রম প্রণয়ন ও অংশীজন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
প্রফেসর ফায়েজ বলেন, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে ওঠে দেশের কল্যাণে শিক্ষক ও শিক্ষার্থীদের একসঙ্গে কাজ করতে হবে। একইসঙ্গে সারা দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীবান্ধব করা, ছাত্র-শিক্ষক সম্পর্ক সুদৃঢ় করাও গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, সামাজিক আচরণ পরিবর্তন (এসবিসি) বিষয়ে পাঠ্যক্রম প্রণয়নে দেশের প্রেক্ষাপট বিবেচনায় নেওয়া দরকার। ভার্চুয়াল সমাজ আমাদের জীবনে বিভিন্ন বিষয়ে প্রভাব রাখছে। এসবিসি কারিকুলামে ভার্চুয়াল সমাজ ব্যবহারের বিষয়টি যুক্ত করা দরকার বলেও তিনি মন্তব্য করেন।
আরেক সদস্য প্রফেসর আনোয়ার হোসেন বলেন, সামাজিক ও আচরণগত পরিবর্তন (এসবিসি) প্রকল্পের আওতায় সুনির্দিষ্ট কিছু লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে। এসবিসি বিষয়ে রিসার্চ রিপোজিটরি, ১২টি কোর্স কারিকুলাম প্রণয়নসহ এ বিষয়ে গবেষণা করার সুযোগ তৈরি হয়েছে বলে তিনি জানান।
এ সময় কমিশন সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বিশেষ অতিথির বক্তব্য দেন। এছাড়া কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীন এবং ইউনিসেফের এসবিসি প্রোগ্রাম ম্যানেজার মো. বদরুল হাসান উপস্থিত ছিলেন।
আমার বার্তা/এমই