স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ, জানা যাবে দুইভাবে
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারির কার্যক্রম শেষে এ ফল প্রকাশ করা হয়।
ডিজিটাল লটারির ভর্তির ফল gsa.teletalk.com-এ ওয়েবসাইট এবং যে কোনো টেলিটক মোবাইলে এসএমএসের মাধ্যমে পাওয়া যাবে।
টেলিটকে মোবাইলের মাধ্যমে এসএমএস পদ্ধতি হলো GSAResultUser ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।
আমার বার্তা/এমই
