সুপ্রিম কোর্টের ক্যান্টিনে অগ্নিকাণ্ড
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৩:১৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

রাজধানীর রমনায় অবস্থিত সুপ্রিম কোর্টের ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে রাত ১১টা ৫৬ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুপ্রিম কোর্টের ক্যান্টিনে থাকা একটি ফটোকপির মেশিনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুনে কোনো গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আমার বার্তা/এল/এমই
