বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা দায়ী: আইন উপদেষ্টা
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পেছনে শেখ হাসিনা ও আওয়ামীলীগ দায়ী বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এসময় আসিফ নজরুল বলেন, ‘প্রহসনমূলক এক রায়ে খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। বেগম জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছে তা সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাস্টিস্ট হাসিনা ও তার সরকারের সম্পূর্ণ দায় রয়েছে।’
আমার বার্তা/এমই
