দেশে হিসাবরক্ষণের কারচুপির মাধ্যমে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১৪:৪৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

গত ১৫ বছর ধরে দেশে হিসাবরক্ষণের কারচুপি ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার এবং লুটপাট হওয়ার অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত ‘সাফা ইন্টারন্যাশনাল কনফারেন্স’-এ তিনি এই মন্তব্য করেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভবিষ্যতের পেশাদাররা সততা, জবাবদিহিতা এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সাহায্য করবে।
এছাড়া, বৈশ্বিক অস্থিরতা মোকাবিলায় দক্ষিণ এশিয়ার সকল দেশকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।
এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘নেক্সট জেনারেশন প্রফেশনালস কনভার্জিং এথিক্যাল এআই অ্যান্ড সাসটেইনেবিলিটি রিপোর্টিং’।
আমার বার্তা/এমই
