বিএনপির বিজয় র্যালিতে নেতাকর্মীদের ঢল
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১৫:২০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালি ঘিরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল নামে।
সকাল থেকেই ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে কার্যালয় প্রাঙ্গণে জমায়েত হন। অনেকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে এই কর্মসূচিকে ‘ঐতিহাসিক বিজয়ের স্মারক’ হিসেবে অভিহিত করেন।
আন্দোলনে অংশ নেয়া একাধিক নেতা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন-সংগ্রাম হয়েছে, তার প্রতিটি অংশে দলটির ভূমিকা রয়েছে। আগামীদিনে কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দেয়ার চেষ্টা করলে শক্ত হাতে তা দমন করা হবে।
দুপুর ২টায় শুরু হওয়া এই বিজয় র্যালিতে অংশ নেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ নেতারা।
আর র্যালি শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
প্রসঙ্গত, আজকের র্যালির মধ্যদিয়ে শেষ হচ্ছে বিএনপির জুলাই ৩৬ দিনব্যাপী কর্মসূচি।
আমার বার্তা/এল/এমই