অন্তর্বর্তী সরকারকেই সনদ বাস্তবায়নের তাগিদ জামাতের
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১৯:০৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

জুলাই সনদকে গভীরভাবে দেখার পরামর্শ দিয়েছে জামায়াতে ইসলামী। সেইসঙ্গে অন্তর্বর্তী সরকারকেই সনদ বাস্তবায়নের তাগিদ দলটির।
রোববার (১৭ আগস্ট) সময় সংবাদের কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া নিয়ে প্রতিক্রিয়ায় এসব কথা জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, ‘জুলাই সনদে কী হচ্ছে সেদিকে তাকিয়ে আছে পুরো জাতি৷ সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে যে সংস্কার প্রয়োজন সেগুলো বাস্তবায়নে যদি পরের সরকারের দিকে ঠেলে দেয়া হয়, তাহলে জাতির সঙ্গে এক ধরনের প্রতারণা করা হবে।’
অন্তর্বর্তী সরকারকেই লিগ্যাল ফ্রেমে এনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে হামিদুর রহমান বলেন, ‘সনদকে আরও গভীরভাবে দেখতে হবে। বাস্তবায়ন প্রক্রিয়া ঠিক করতে হবে। এটি সঠিকভাবে করা গেলে যথার্থ মূল্যায়ন হবে। অন্যথায় এটি শুধুই একটি কাগজ হিসেবে থাকবে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় সমস্যাগুলো সবসময় নির্বাচনকে ঘিরেই হয়েছে। এটা সমাধানে পিআর পদ্ধতি দারুণভাবে কাজ করতে পারে। এরপরেও যদি সরকার মূল্যায়ন না করে জনগণকে সম্পৃক্ত করে দাবি আদায়ের কাজ করবে জামায়াত।’
জামায়াতের এই নেতা বলেন, ‘জুলাই বিপ্লব এবং জুলাই সনদ পরস্পর সম্পৃক্ত। ফলে ঐকমত্য কমিশনের কার্যক্রম নিয়ে কোনো প্রশ্ন তোলা মানে বিপ্লবকেও প্রশ্নের মুখে ফেলা। তাই বিধান থাকা প্রয়োজন। তবে উচ্চ আদালতের কাছে পরবর্তী সরকারগুলো ব্যাখ্যা চাইতে পারে এমন ব্যবস্থাও থাকা দরকার।’
বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদের চূড়ান্ত খসড়া গত শনিবার (১৬ আগস্ট) রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। যাতে সাংবিধানিক ও আইনি বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না বলে খসড়ায় প্রস্তাব দেয়া হয়েছে। সনদের পটভূমি, রাজনৈতিক ঐকমত্য হওয়া ৮৪টি বিষয় এবং বাস্তবায়নের আটটি অঙ্গীকারনামা রয়েছে। তবে বাস্তবায়ন কীভাবে হবে সে কথা উল্লেখ নেই।
প্রসঙ্গত, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এক মাস বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাস্তবায়ন প্রক্রিয়া এবং সনদ চূড়ান্ত করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে ঐকমত্য কমিশনের।
আমার বার্তা/এল/এমই