জামায়াতের লোগো পরিবর্তন নিয়ে সমালোচনার ঝড়

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেয়ালে লাগানো নতুন লোগো সামনে এসেছে। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

নতুন লোগোতে সবুজ পতাকার মাঝে কিতাবের ওপর উদীয়মান সূর্য রয়েছে। তার ওপর রয়েছে কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে।

এই লোগোটি সামনে আসার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, অ্যাক্টিভিস্ট ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নানান আলোচনা-সমালোচনা শুরু করেছেন।

ফেসবুকে কেউ কেউ বলছেন, জামায়াতের লোগো পরিবর্তনের বিষয়টি রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। তারা সেক্যুলার হওয়ার চেষ্টা করছে। পশ্চিমাদের আস্থাভাজন হওয়ার চেষ্টা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের একজন কর্মী বলেন, ‘জামায়াতকে মানুষ ইসলামি দল হিসেবেই চেনে। সেক্ষেত্রে বর্তমান লোগোতে ‘আল্লাহ’ ও ‘আকিমুদ দ্বীন’ শব্দ দুটি না রেখেই নতুন লোগো তৈরি করা ঠিক হবে না। এতে মানুষ যেমন বিভ্রান্তিতে পড়বে, তেমনই জামায়াতের অনেক কর্মীও হতাশ হবেন।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে এমন সিদ্ধান্ত নেওয়া ভুল হবে৷ গুটিকয়েক সেক্যুলার লোকের মৌলবাদী ট্যাগিং থেকে বাঁচাতে বৃহৎ ধর্মপ্রাণ মুসলমানদের মানসিকতার কথা ভুলে গেলে চলবে না।’

তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য নুরুল হুদা হাবিব নামের একজন ফেসবুকে পোস্ট দিয়ে লিখেন, ‘আগের লোগোটার মধ্যে একটা ঐতিহ্য, ভাবগাম্ভীর্য ও আদর্শের আবহ ফুটে উঠতো। কোটি প্রাণের স্পন্দন- কোটি চোখের প্রশান্তি ছিল পূর্বের লোগো। নয়া লোগোর ব্যাপারে দ্বিমত ও প্রতিবাদ জানিয়ে গেলাম।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক একজন সাথী বলেন, ‘জামায়াত অনেক বিষয় সংস্কার করছে। তাদের কৌশলে নানা পরিবর্তন নিয়ে আসছে। কিন্তু লোগোর এ পরিবর্তনে তৃণমূল পর্যন্ত সমালোচনা হচ্ছে। আগের লোগোটি জামায়াতের ঐতিহ্য ছিল। রাজনৈতিক কৌশলের কারণে লোগো পরিবর্তন করতে হলে, অন্তত কোরআনের আয়াতটা রাখুক। যদি এ লোগো জারি থাকে তাহলে এর প্রভাব আগামী নির্বাচনেও পড়তে পারে।’

জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, ‘আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। এ লোগো ভুলবশত ছবিতে চলে এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত লোগো প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘লোগো নিয়ে নির্বাহী পরিষদে আলোচনা চলছে। চূড়ান্ত হলে এটি অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে।’


আমার বার্তা/জেএইচ