প্রধান উপদেষ্টাকে সাধুবাদ, গণভোটের সিদ্ধান্তে আপত্তি জামায়াতের
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১৩:০১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার পদক্ষেপকে সাধুবাদ জানালেও একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটি এই প্রক্রিয়াকে ‘সংস্কারকে গুরুত্বহীন করার ফাঁদ’ হিসেবে আখ্যা দিয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার মগবাজারে আল–ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মাদ তাহের অভিযোগ করেন, সরকার লেভেল প্লেয়িং ফিল্ড বা ভোটে সমান সুযোগ নিশ্চিত করার বিষয়ে মনোযোগী নয়। তিনি বলেন, নির্বাচনের আগে প্রশাসনে রদবদলের মাধ্যমে বিশেষ দলের অনুগত কর্মকর্তাদের নিয়োগ দিয়ে প্রশাসনকে দলীয় করার চেষ্টা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে জাতীয় নির্বাচনের গুরুত্ব বাড়বে এবং গণভোটের গুরুত্ব কমে যাবে। এর ফলে জনগণের মনোযোগ না থাকায় ভোটার উপস্থিতি কম হতে পারে এবং যারা সংস্কার চাইছে না, তারা তা নিয়ে দাবি করতে পারবে। তিনি এটিকে একটি ‘ফাঁদ’ হিসেবে উল্লেখ করে বলেন, অপ্রত্যাশিতভাবে হোক বা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, সরকার একটি দলের ফাঁদে পা দিয়েছে এবং সংস্কারকে প্রায় গুরুত্বহীন করেছে।
তাহের প্রধান উপদেষ্টার ভূমিকাকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিএনপি কখনো আদেশের মাধ্যমে সনদের সাংবিধানিক ভিত্তি দেওয়ার পক্ষে ছিল না; তারা অধ্যাদেশের মাধ্যমে সংস্কার গ্রহণের প্রস্তাব করেছিল। প্রধান উপদেষ্টা দৃঢ়তার সঙ্গে আদেশ জারি করেছেন, এজন্য তাকে সাধুবাদ জানানো যায়।
তবে তিনি অভিযোগ করেন, সরকার সংস্কার কমিশনের সুপারিশ গ্রহণ না করে যথেষ্ট পরিবর্তন করেছে। একটি দলের সঙ্গে আপস করে সুপারিশে পরিবর্তন আনা হয়েছে, যা জনগণকে হতাশ করেছে। এছাড়া গণভোটের প্রশ্নগুলো চার ভাগে ভাগ করার ফলে ভোটারদের সিদ্ধান্ত নেওয়া জটিল হয়েছে। তিনি বলেন, এটি বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ অ্যাকোমোডেট করার উদ্দেশ্যে করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক মতিউর রহমান আকন্দ সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শেখ ফজলে বারী মাসউদ, বাংলাদেশ খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির ইউসুফ আশরাফ ও সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব কাজী নিজামুল হক প্রমুখ।
আমার বার্তা/জেএইচ
