পাবনার কারাবন্দি সংগীতশিল্পী আওয়ামী লীগে নেতা প্রলয় চাকীর মৃত্যু

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১২:৫৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

পাবনা জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক ও সংগীতশিল্পী প্রলয় চাকী (৬০) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত রোববার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। তিনি কারাগারের হেফাজতে ছিলেন।

গত ১৬ ডিসেম্বর পাবনা শহরের দিলালপুরের নিজ বাড়ি থেকে প্রলয় চাকীকে আটক করা হয়। পরে গত ৪ আগস্টের একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি হৃদ্‌রোগ ও ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছিলেন।

পাবনা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক জানান, গত শুক্রবার সকালে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজ সোমবার আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

প্রলয় চাকীর ছেলে সনি চাকী অভিযোগ করেন, কারাগারে তার বাবাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। বাবার বিরুদ্ধে কোনো মামলা ছিল না দাবি করে তিনি বলেন, 'কারাগারে বাবার অবস্থা গুরুতর হলেও কারা কর্তৃপক্ষ প্রথমে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।'

তবে জেল সুপার ওমর ফারুক অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, প্রলয় চাকী দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসাপত্র অনুযায়ী তাকে নিয়মিত ওষুধ দেওয়া হতো এবং গুরুতর অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।প্রলয় চাকী নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ছিলেন। তার মৃত্যুতে পাবনার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পাবনা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্পাদক ভাস্কর চৌধুরী বলেন, 'রাজনৈতিক পরিচয়ের বাইরে প্রলয় চাকী ছিলেন একজন নিবেদিতপ্রাণ সাংস্কৃতিক কর্মী ও শিল্পী। তিনি এভাবে মারা যাবেন সেটা আমরা মেনে নিতে পারছি না।'


আমার বার্তা/জেএইচ