মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশিসহ ৮৪৩ অভিবাসী গ্রেপ্তার
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সেলায়াং বারেরু এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত এক বৃহৎ ধরপাকড় অভিযানে একদিনেই ৭৯ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৮৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাতে সেলাঙ্গর রাজ্য নিরাপত্তা পরিষদের সমন্বয়ে শুরু হওয়া এই অভিযানে মোট ১ হাজার ১১৬ জনের নথিপত্র পরীক্ষা করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে ৩৫ জন নারী রয়েছেন। বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে মিয়ানমারের ৬৪৭ জন, নেপালের ১০২ জন, বাংলাদেশের ৭৯ জন, ইন্দোনেশিয়ার ১৫ জন এবং ভারতের ১০ জন রয়েছেন।
সেলাঙ্গরের মেন্তরি বেসার দাতুক সেরি আমিরুদ্দিন শারির নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। রোববারের কসমো অনলাইনের প্রতিবেদন অনুসারে, অভিবাসন বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থা এই অভিযানে যুক্ত ছিল।
মেন্তরি বেসার আমিরুদ্দিন শারি জানান, এলাকায় বিদেশি নাগরিকদের আধিক্য এবং অবৈধ ব্যবসা পরিচালনার বিষয়ে স্থানীয় জনগণের কাছ থেকে অসংখ্য অভিযোগ পাওয়ার পর এই কঠোর অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরিচয়পত্রহীনতা, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় অবস্থান এবং অবৈধ কার্ড ব্যবহারের মতো অভিযোগ আনা হয়েছে। তাদের বয়স ২১ থেকে ৫৩ বছরের মধ্যে।
আমিরুদ্দিন শারি স্থানীয় নিয়োগকর্তাদের সতর্ক করে বলেন, অবৈধ অভিবাসী নিয়োগ না করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। আইন না মানলে মালিক ও কর্মীসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও সতর্ক করেন যে, অবৈধ অভিবাসীকে লুকিয়ে রাখা বা আশ্রয় দেওয়া একটি অপরাধ এবং এর দায়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ সহ একাধিক আইনের আওতায় এই অভিযান ও বিচার প্রক্রিয়া চলমান থাকবে।
