মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন মিরাজ, পেয়েছেন চারদিনের এনওসি
প্রকাশ : ১৯ মে ২০২৫, ১৭:২৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পাকিস্তান সুপার লিগে প্রথমবার খেলার অপেক্ষায় মেহেদী হাসান মিরাজ। লাহোর কালান্দার্সের জার্সিতে পিএসএল খেলার সুযোগ হতে যাচ্ছে তার। বিসিবি তাকে দিয়েছে অনাপত্তিপত্র।
২২ থেকে ২৫ মে পর্যন্ত মিরাজ পিএসএলে থাকার অনুমতি পেয়েছেন। এজন্য আগামীকালই পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবেন জাতীয় দলের স্পিন বোলিং অলরাউন্ডার।
সিকান্দার রাজার রিপ্লেসমেন্ট হিসেবে মিরাজকে নিয়েছে লাহোর। গতকাল রোববার (১৮ মে), পেশাওয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করে তারা উঠেছে প্লে-অফে। ২২ মে এলিমিনেটর ম্যাচে খেলবে লাহোর।
এই ম্যাচে জিতলে লাহোর সেকেন্ড কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে। এরপর পেতে পারে ফাইনালের টিকিট। আপাতত, মিরাজ কেবল এক ম্যাচের জন্য যাচ্ছেন। তবে দল জিতলে ধাপে ধাপে ম্যাচ সংখ্যা বাড়তে পারে। ২৫ মে লাহোরেই পিএসএলের পর্দা নামবে।
মিরাজ লাহোর কালান্দার্সে সতীর্থ হিসেবে পাচ্ছেন সাকিব আল হাসানকে। লম্বা সময় পর ক্রিকেটে ফিরে গতকাল সাকিব লাহোরের জার্সিতে প্রথম ম্যাচ খেলেন। ব্যাট-বলে ভালো দিন কাটাননি তিনি। ব্যাটিংয়ে গোল্ডেন ডাক পেয়েছেন। বোলিংয়ে ১৮ রানে ছিলেন উইকেটশূন্য।
রিশাদ হোসেন, সাকিবের পর মিরাজের ঠিকানা হলো লাহোর। প্রথমবার দেশের বাইরে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তার। রাইজিংবিডিকে মিরাজ বলেছেন, ‘‘নকআউটের জন্য তারা আমাকে নিচ্ছে। বিসিবিতে এনওসির আবেদন করেছি। আজই পেয়ে যাওয়ার কথা। হলে আগামীকাল চলে যাবো।’’
মিরাজ এখন পর্যন্ত সব মিলিয়ে ১৫৩ টি-টোয়েন্টি খেলে ৭.৫৫ ইকোনমিতে নিয়েছেন ১০৭ উইকেট। ব্যাট হাতে আছে ৭টি ফিফটিসহ ২০৯৯ রান। শেষ বিপিএলে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মিরাজ। তবুও জাতীয় দলে তার জায়গা হয়নি। এবার নতুন এক অভিজ্ঞতা পেতে যাচ্ছেন তিনি।
আমার বার্তা/এল/এমই