বেকহ্যামের পরিবারে চরম কলহ, বাবা-মাকে ছেলের আইনি নোটিশ

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১৬:৩৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্যাম, নিজেও এখন ফুটবল ক্লাবের মালিক। ফুটবল ও চ্যারিটিতে অবদানের জন্য সর্বশেষ নভেম্বরে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস নাইটহুড উপাধিতে ভূষিত হয়েছেন। যদিও বেকহ্যাম ও তার স্ত্রী ভিক্টোরিয়া বেকহ্যামের জন্য পারিবারিক পরিস্থিতিটা ঠিক সুখকর নয়। বড় ছেলে ব্রুকলিন ও তার স্ত্রীর সঙ্গে আরও আগেই তাদের দূরত্বটা শুরু হয়। এবার বাবা-মাকে আইনি নোটিশ পাঠালেন ব্রুকলিন।

বেকহ্যাম-ভিক্টোরিয়া দম্পতিকে পাঠানো আইনি নোটিশে বলা হয়েছে, ভবিষ্যতে ব্রুকলিন ও তার স্ত্রীর সঙ্গে যেকোনো ধরনের যোগাযোগ শুধুমাত্র আইনজীবীর মাধ্যমেই করতে হবে। স্ত্রী নিকোলা পেল্টজের জন্মদিনে এই নোটিশ পৌঁছানোর পর থেকেই পারিবারিক এই বিরোধ নতুন করে শিরোনামে উঠে এসেছে। বাবা মা–সহ পুরো পরিবারের সঙ্গেই কথা বলা বন্ধ রেখেছেন ব্রুকলিন বেকহ্যাম। সেজন্য একজন আইনজীবী নিয়োগ দিয়েছেন ব্রুকলিন।

বেকহ্যাম পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, গত বছরের গ্রীষ্মেই প্রথম বাবা-মায়ের কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন ব্রুকলিন। যেখানে যেকোনো বিষয়ে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। পরবর্তীতে সামাজিক মাধ্যমে ব্রুকলিন ও তার স্ত্রীকে নিয়ে করা একটি ভিডিওতে লাইক দেওয়াকে কেন্দ্র করে বিরোধ বাড়ে। ব্রুকলিনের মনে হয়েছে, ‘বাবা-মা তার অনুরোধ উপেক্ষা করে ব্যক্তিগতভাবে যোগাযোগ না করে বারবার অনলাইনে তার নাম উল্লেখ করছেন।’

বাঁ থেকে ক্রুজ বেকহ্যাম, জ্যাকি অ্যাপোস্টাল, রোমিও বেকহ্যাম, হারপার বেকহ্যাম, ভিক্টোরিয়া ও ডেভিড বেকহ্যাম

অন্যদিকে, ডেভিড ও ভিক্টোরিয়া শুধু তাদের প্রিয় ছেলেকে জানাতে চেয়েছেন যে তাদের দরজা সবসময় তার জন্য খোলা এবং তারা এখনও তাকে ভালোবাসেন। এক অভ্যন্তরীণ সূত্রের বরাতে পিপল ম্যাগাজিন জানিয়েছে, বেকহ্যাম দম্পতি একাধিকবার এই বিরোধ মেটানোর চেষ্টা করেছেন। এমনকি ডেভিডের নাইটহুড অনুষ্ঠান এবং পরবর্তী সংবর্ধনায় ব্রুকলিন ও নিকোলাকে আমন্ত্রণও জানিয়েছিলেন তারা। কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না তারা।

বেকহ্যাম দম্পতির সঙ্গে সন্তানের পারিবারিক দূরত্বের শুরুটা ২০২২ সালে, যখন নিকোলার বিয়ের পোশাক নিয়ে বিতর্ক দেখা দেয়। পোশাকটি ভিক্টোরিয়া বেকহ্যামের ডিজাইন করা হলেও নিকোলা তা পরেননি বলে জানা যায়। পরবর্তীতে দূরত্ব এমন পর্যায়ে গিয়ে ঠেকে যে, ব্রুকলিন তার পরিবারের যেকোনো অনুষ্ঠানে হাজির হওয়া বন্ধ করে দেন। এমনকি মা ভিক্টোরিয়ার নেটফ্লিক্স ডকুমেন্টারি অনুষ্ঠান, বাবা ডেভিডের ৫০তম জন্মদিন পালন ও নাইটহুড উদযাপনেও বড় ছেলেকে পাননি বেকহ্যাম দম্পতি। এমনকি পুরো পরিবারকেই তিনি ইনস্টাগ্রামে ব্লক করে দেওয়ার কথা জানান বেকহ্যামের ছোট ছেলে ক্রুজ বেকহ্যাম।

এ ছাড়া কথিত রয়েছে, ব্রুকলিনের সাবেক প্রেমিকা কিম টার্নবুলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তার ভাই রোমিও। বেকহ্যামের জন্মদিন উদযাপনে টার্নবুলও উপস্থিত থাকার কথা আগাম টের পাওয়ায় নাকি সেখানে যাননি ব্রুকলিন। অতি সম্প্রতি নাইটহুড উদযাপন অনুষ্ঠানে বেকহ্যাম বিরোধ মেটাতে চাইলেও ব্রুকলিনের অনিচ্ছায় তা আর হয়নি। 


আমার বার্তা/এমই