শান্ত-ওয়াসিম ঝড়ে ১৭৮ রান করেও পাত্তা পেলো না রংপুর
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১৭:১৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছিল রংপুর রাইডার্স। তবে নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিমের ফিফটিতে সহজেই সেটা পেরিয়ে গেছে রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে সিলেট ও রংপুরকে টপকে টেবিলের দুইয়ে উঠে এসেছে রাজশাহী।
সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান তোলে রংপুর। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন হৃদয়। জবাবে ১৯ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।
বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি রাজশাহীর। অফফর্মে থাকা তানজিদ হাসান তামিম যেন কিছুতেই রানের দেখা পাচ্ছেন না। আজও ব্যর্থ হয়েছেন এই ওপেনার। ৭ বলে ৩ রান করে তামিম ফিরলে উদ্বোধনী জুটি ভাঙে ১৩ রানে।
তিনে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছেন শান্ত। ওয়াসিমের সঙ্গে তার ১৪২ রানের দ্বিতীয় উইকেট জুটিতে জয়ের ভিত পায় দল। ২৮ বলে ফিফটি করা শান্তর ব্যাট থেকে এসেছে ৪২ বলে ৭৬ রান। আর ওয়াসিম ৫৯ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
এর আগে রংপুরের ব্যাটিংয়ে শুরুটা ভালো ছিল না। দলীয় ২৯ রানে কাইল মায়ার্সকে ফেরান রিপন মন্ডল। ৬ বলে ৮ রান করেন ক্যারিবীয় এই ব্যাটার। তিনে নামা লিটন দাসও ক্রিজে থিতু হতে পারেননি। ১৪ বলে ফেরেন ১১ রানে। ইফতিখার আহমেদ ছিলেন আরও ধীরগতির। তার ব্যাটে ১৫ বলে ৮ রান এসেছে।
বাকি সময়ে হৃদয়-খুশদিল মিলে রংপুরকে সামনে টেনে নিয়ে গেছেন। তবে ৩ রানের আক্ষেপ নিয়েই ফিরতে হলো হৃদয়কে। ৭ বল বাকি থাকতে ৯২ রান করে সেঞ্চুরির প্রত্যাশা দেখিয়েছেন, কিন্তু পরের ওভারে স্ট্রাইক হারিয়ে সেটিও হাতছাড়া করেছেন। অবশ্য ওভারের শেষ বলটি পেয়েছিলেন, যা মিস করেছেন হৃদয়।
খুশদিল ২৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৪ এবং হৃদয় ৫৬ বলে ৯৭ রানের ইনিংসটি সাজিয়েছেন ৮ চার ও ৪ ছক্কায়। ফলে শুরুতে বড় পুঁজির অনিশ্চয়তায় ভোগা রংপুর নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান তোলে। বিপরীতে রাজশাহীর হয়ে একটি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, জেমস নিশাম ও সন্দ্বীপ লামিচানে।
আমার বার্তা/এমই
