ই-পেপার বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ডিআইইউসাসের মানববন্ধন

ডিআইইউ প্রতিনিধি:
১৩ আগস্ট ২০২৫, ১৫:৫৮

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি (ডিআইইউসাস)।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে ডিআইইউসাসের আয়োজনে বিশ্ববিদ্যালয়টির মূল ফটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ডিআইইউসাসের সভাপতি ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কালাম মুহাম্মদ, সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি তানজিল কাজী, সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজ/সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি মো. রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার সংবাদের প্রতিনিধি বায়েজিদ হুসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক ও দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি নুর ইসলাম, কোষাধ্যক্ষ ও দৈনিক প্রতিদিনের কাগজের প্রতিনিধি মো. আল শাহারিয়া সুইট, কার্যনির্বাহী সদস্য ও সময় জার্নালের প্রতিনিধি আবুল খায়ের সহ আরও অনেকে।

ডিআইইউসাসের সভাপতি কালাম মুহাম্মদ বলেন, “আমাদের দেশে সাংবাদিকদের নিরাপত্তা আজ অনিশ্চিত হয়ে পড়েছে। গাজীপুরে তুহিনকে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে হত্যা করা হয়েছে। এটি রাষ্ট্রের ব্যর্থতা। প্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করছে না। অপরাধীরা গ্রেফতারের পর আরও বেপরোয়া হয়ে উঠছে, যা প্রশাসনের অক্ষমতার পরিচয়। আমরা দেখেছি, সাংবাদিক সাগর-রুনি হত্যার প্রতিবেদন ১০০ বারেরও বেশি পিছিয়ে দেওয়া হয়েছে, অথচ এখনও বিচার হয়নি। এদিকে গাজীপুরে তুহিন হত্যা মামলায় ইতিমধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে, যাতে এটি সাগর-রুনি হত্যার মতো দীর্ঘসূত্রতায় না পড়ে।”

সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম বলেন, “অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে আজকে সাংবাদিকদের রাজপথে দাঁড়াতে হচ্ছে তাদের নিরাপত্তা নিয়ে। সাংবাদিকদের বলা হয় সমাজের দর্পণ। অথচ আপনারা দেখেছেন সাগর-রুনি হত্যা এবং সাংবাদিক তুহিন সহ সাংবাদিকরা এখন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মামলা, হামলা ও হত্যার শিকার হচ্ছে। আমরা এখন পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা দেখিনি। সাংবাদিকরা যখন সত্য ঘটনা তুলে ধরবে তখনই তাদেরকে পেটানো হবে তাহলে কিভাবে একটি পরিবার থেকে সাংবাদিক তৈরি হবে। আবার সাংবাদিকদের জন্য কোন সুরক্ষা আইন নেই। এই মানববন্ধন থেকে সাংবাদিকদের সুরক্ষা আইন এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার জোর আহ্বান জানাচ্ছি।”

কোষাধ্যক্ষ আল শাহারিয়া সুইট বলেন, “ঘটনার সময় তুহিন ভাই পেশাগত দায়িত্ব পালন করছিলেন। দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। জননিরাপত্তার স্বার্থে অপরাধীদের শাস্তি দ্রুত নিশ্চিত করতে হবে।”

উল্লেখ্য, গত ৭ আগস্ট রাতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন।

আমার বার্তা/মো. আল শাহারিয়া সুইট/এমই

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে টেডএক্স এর ওয়েবসাইট উদ্বোধন

আইইইই জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ব্রাঞ্চের তত্ত্বাবধানে আয়োজিত টেডএক্স জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইভেন্ট নিয়ে মাননীয় উপাচার্য স্যারের

বাকৃবিতে কম্বাইন্ড ডিগ্রির চলমান আন্দোলনের সুষ্ঠু সমাধানে ৮ সদস্যের কমিটি গঠন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের ছাত্র-ছাত্রীদের চলমান কম্বাইন্ড ডিগ্রীর আন্দোলনের বিষয়টি নিয়ে

পিএসসির অযৌক্তিক সিদ্ধান্তের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা বিভাগ ও ভাষাবিজ্ঞান বিভাগকে বিসিএস শিক্ষা ক্যাডারে একীভূত করার ‘অযৌক্তিক’ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

সর্বপ্রথম মনোনয়ন ফরম জমা দিলেন সাবেক ছাত্রলীগ নেতা জুলিয়াস সিজার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সর্বপ্রথম মনোনয়ন ফরম জমা দিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুতিন যুদ্ধ বন্ধে রাজি না হলে ‘গুরুতর পরিণতির’ হুঁশিয়ারি ট্রাম্পের

১৪ আগস্ট ঘটে যাওয়া নানান ঘটনা

তিন দিনের সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

উদয়ন সাংস্কৃতিক সংগঠন ফ্রান্সের কমিটি ঘোষনা

অন্তর্বর্তী সরকার এত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করতে পারবে না

সাবেক তিন গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত নয়: রিজভী

ইসরায়েল নিয়ে একা যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনের পাশে বিশ্বের দেড়শ দেশ

এসেনসিয়াল ড্রাগস থেকে ৭২২ জন ছাঁটাই, তালিকায় আরও এক হাজার

৩৩ প্রকার অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমিয়েছে সরকার

গণমাধ্যমের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত ও ঢালাও অভিযোগের প্রতিবাদ সম্পাদক পরিষদের

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

ভারতীয়দের গণপিটুনিতে বাংলাদেশি যুবক নিহত, আহত ৫ জন

আগস্টের ১২ দিনে এক বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে

মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

সংবিধানের ১১৬ অনুচ্ছেদ বাতিল হবে কি না, রায় ২ সেপ্টেম্বর

গাজীপুরে পুলিশের অভিযানে ৬ ডাকাত গ্রেপ্তার

বন্যহাতির তাণ্ডবে পাহাড়ি জনপদে আতঙ্ক, ক্ষতিগ্রস্ত ফসল ও ঘরবাড়ি

উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত নয়: ফরিদা আখতার

ট্রাইব্যুনালে কেঁদে হাসিনা কাদেরের বিচার চাইলেন ইয়াকুবের মা