ফ্রান্স-ইতালি সীমান্তে আটক ১০ হাজারেরও বেশি অভিবাসী
২০২৫ সালের শুরু থেকে ফ্রান্স-ইতালি সীমান্তে প্রায় ১০ হাজার ৪০০ জন অভিবাসীর প্রবেশ আটকে দিয়েছে ফরাসি সীমান্ত পুলিশ (পিএএফ)। বিশেষ করে দুই দেশের সীমান্তবর্তী আল্প-মারিতিম অঞ্চলে মন্তো শহরের কাছে এই আটক অভিযান বেশি হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইতালি থেকে ফরাসি সীমান্ত পার