সিয়ামের ‘জংলি’ সিনেমায় আয়ের রেকর্ড গড়ল
ঈদুল ফিতরের অল্প কিছু হলে কমসংখ্যক শো নিয়ে মুক্তি পায় সিয়াম আহমেদের এম রহিম পরিচালিত ‘জংলি’। মুক্তির প্রথম দিন থেকেই ছবিটির বেশির ভাগ শো হাউসফুল ছিল। অনেকে সিনেপ্লেক্সে এসে টিকিট না পেয়ে ফিরেও গেছেন। দর্শকচাপে সিনেপ্লেক্সে শো বাড়তে থাকে।
শুধু তাই