ই-পেপার শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩১ কার্তিক ১৪৩২

ফ্যাসিস্টদের বিচারে ইবিতে বিএনপি ও জামায়াতের ঐক্য

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি:
১১ নভেম্বর ২০২৫, ১২:৪৬

বিগত জুলাই অভ্যুত্থানে বিরোধিতার অভিযোগে অভিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আওয়ামী ফ্যাসিস্টদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঐক্য গড়ে উঠেছে। গতকাল রোববার (০৯ নভেম্বর) সন্ধ্যায় উপাচার্যের বাসভবনে এক বৈঠকে ঐক্য গড়ে তুলেছেন বিশ্ববিদ্যালয়ের বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকরা।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত এবং ৩৩ জন ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়ন এবং তাদেরকে যথাযোগ্য শাস্তির দাবিতে সম্প্রতি ঐক্য গড়ে তুলেছেন তারা।

বৈঠকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সভাপতিত্বে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলমসহ বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, সদস্য সচিব অধ্যাপক এ এস এম শরফরাজ নেওয়াজ, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাঃ তোজাম্মেল হোসেন, ইউট্যাবের যুগ্ম সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম , জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন গ্রীন ফোরামের সভাপতি অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুল বারী ও কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড. নাসির উদ্দিন মিঁঝি উপস্থিত ছিলেন।

এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকরা এই মর্মে একমত হন যে, বিগত জুলাই অভ্যুত্থানবিরোধী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সিন্ডিকেটের সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্থিতিশীল রাখতে তারা সকলে ঐক্যমত পোষণ করেন৷ তবে এক্ষেত্রে কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। এসময় তাদের সকলের স্বাক্ষর সম্বলিত একটি রেজুলেশন উপাচার্য সংরক্ষণ করেন বলেও জানা গেছে।

এবিষয়ে সাদা দলের সদস্য সচিব অধ্যাপক এ এস এম শরফরাজ নেওয়াজ বলেন, আমরা বিচার বা শাস্তির আগে আরেকটি কমিটি গঠনের পরামর্শ দিয়েছি। যে অভিযোগটি আসছে, রাঘববোয়ালদের বাদ দিয়ে চুনোপুঁটিদের শাস্তি দেওয়া হচ্ছে। সেটি পুনরায় খতিয়ে দেখতে হবে। এছাড়া চলমান শাস্তি নির্ধারণের কমিটির কার্যক্রমও চলমান থাকবে। এছাড়া এই কমিটি গঠনে কয়েকজনের নাম প্রস্তাবও করেছি।

এদিকে জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন গ্রীন ফোরামের সভাপতি অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজওয়ান বলেন, উপাচার্য আমাদেরকে ডেকেছিল। আমরা মিটিংয়ে সিন্ডিকেটের সিদ্ধান্ত রিভিউ করার জন্য একটি কমিটি গঠনের পরামর্শ দিয়েছি।

এর আগে জুলাই-আগস্ট বিপ্লবের বিরুদ্ধে ভূমিকায় অবতীর্ণ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের চিহ্নিতকরণে গত ১৫ মার্চ পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে প্রশাসন৷ পরে প্রত্যক্ষদর্শীকর্তৃক প্রদত্ত লিখিত ও মৌখিক অভিযোগ, বিভিন্ন তথ্যচিত্র, ভিডিও এবং পত্রিকার খবরের ভিত্তিতে এসব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের জুলাই-আগস্ট বিপ্লববিরোধী ও নিবর্তনমূলক কার্যকলাপের সংশ্লিষ্টতা পায় কমিটি। কমিটি প্রতিবেদন জমা দিলে প্রশাসনের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তিদের কারণ দর্শানোর নোটিশ দেওয় হয়। সর্বশেষ কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট সভায় তাদের বিষয়ে সাময়িক বরখাস্ত, সনদ বাতিল ও বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আমার বার্তা/জেএইচ

‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার

ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২৬ শুরু

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ও আন্তঃহল ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ভলিবল ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

ঢাবিতে ৯ বিশ্ববিদ্যালয়ের 'আর্ট ফর ইক্যুয়ালিটি' ওয়ার্কশপ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের তত্ত্বাবধানে শুক্রবার নয়টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছ পরীক্ষা ৩ জানুয়ারি

কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে আগামী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বনাম বিদেশি খেলোয়াড় চিন্তা করলে বাংলাদেশ জিততে পারবে না

খতমে নবুওয়ত মহাসম্মেলনে চার দফা কর্মসূচি ও ছয় দফা ঘোষণা

গ্রহণযোগ্যতা বাড়াতে জাপাকে নির্বাচনের বাইরে রাখা ঠিক হবে না

সুস্থ লিভার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে যে ৩ পানীয় উপকারী

১৩৩ প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করলো গণফোরাম

‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই ঘটনায় জাপা নেতা গ্রেপ্তার

সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু'পক্ষের সংঘর্ষে আহত ৩০ জন

ক্রসফায়ার-গুমের ভয় দেখিয়ে সন্ত্রাস দমন করতে চাই না: আইজিপি

দিল্লিতে বসে হাসিনা জ্বালাও-পোড়াওয়ের হুকুম দিচ্ছে: ফখরুল

ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-২৬ শুরু

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার

বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজনে ১৪তম কমিউনিকেশন সামিট

নির্বাচন বানচালের চেষ্টা করে কোনো ফল হবে না: আইজিপি

মানুষ সহজে আপনাদের ভোট দেবে না

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯২ জন

বিশ্ববিদ্যালয়গুলোকে প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস ঘোষণার আহ্বান পরিবেশ উপদেষ্টার

আমাদের প্রকৃত শিক্ষা শিখতে হবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

তারা গুপ্ত রাজনীতির সঙ্গে মিলেমিশে বোমা হামলা করে: এ্যানি

হাসিনার রায় ঘিরে কোনও নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা