রাজধানীর বনানী এলাকায় সিসা লাউঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বীর খুন হন হয়েছে বলে জানিয়েছে র্যাব।
শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরায় র্যাব-১ প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল আশিকুর রহমান এ তথ্য জানান।
আশিকুর রহমান বলেন, বনানী থানার থ্রি সিক্সটি সিসা লাউঞ্জে ইন্টারনেট ব্যবসায়ী রাহাত হোসেন রাব্বী তার বন্ধু নুরুল ইসলাম খোকনসহ বনানীর ১১ নং রোডের থ্রি সিক্সটি সিসা লাউঞ্জে যায়। ভোর সাড়ে ৫টার দিকে ভবনের চতুর্থ তলা থেকে সিড়ি দিয়ে নেমে দ্বিতীয় তলায় আসার সময় মুন্না ও হামজা মিলে ভুক্তভোগী রাব্বীর পথরোধ করে দাঁড়ায়।
নিহত রাব্বি হামলাকারী মুন্নাকে চিনতে পেরে বলে যে, মুন্না তুই এই সময় এখানে কেন? এই কথা বলা মাত্রই রাব্বির সঙ্গে মুন্না ও হামজার বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে মুন্না তার পাঞ্জাবীর পকেটে থাকা ধারালো চাকু বের করে রাব্বি উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। পরবর্তীত আহত অবস্থায় রাব্বিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, ঘটনার পরপরই হামলায় জড়িত দুই আসামি কুমিল্লা জেলার বরুড়া থানা এলাকায় আত্নগোপন করে। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১ ও র্যাব-১১ যৌথ আভিযান চালিয়ে বরুড়া থানার গামরুয়া এলাকা থেকে হামজা(২৬) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্না(২৭) একই এলাকা থেকে গ্রেফতার করা হয়। হত্যায় ব্যবহৃত চাকুটিও মুন্নার বাসা থেকে উদ্ধার করা হয়।
প্রাথমিক বিজ্ঞাসাবাদে আসামিরা র্যাবকে জানায়, নিহত রাব্বির সঙ্গে বনানী সিসা লাউঞ্জে আসা যাওয়া এবং সিসা লাউঞ্জের ভিতর আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিলো। ঘটনার দিন রাতে নিহত রাব্বি আসামি মুন্নাকে সিসা লাউঞ্চ থেকে বের হয়ে যেতে বলে। যার ফলে পূর্ব শত্রুতার জের ধরে রাব্বিকে হত্যা করা হয়।
এই ঘটনায় নিহত রাব্বীর বাবা রবিউল আওয়াল বাদী হয়ে বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বনানী থানার অফিসার ইনচার্জের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোর রাতে বনানীর থ্রি সিক্সটি শিশা লাউঞ্জের সিঁড়িতে এ ঘটনা ঘটে।
আমার বার্তা/জেএইচ