
ঢাকা মহানগরীতে অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর তিনজন মাদককারবারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ধানমন্ডি সার্কেলের একটি চৌকস দল বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে যাত্রাবাড়ী থানাধীন মেয়র হানিফ ফ্লাইওভারের ৬ নম্বর টোল প্লাজার পাশে অস্থায়ী মাদকবিরোধী চেকপোস্ট স্থাপন করে। ভোর ৪টা ৪০ মিনিটের দিকে রাঙ্গামাটি থেকে ঢাকাগামী ডলফিন পরিবহন নামের একটি বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাসের ভেতর থেকে মিথাইল অ্যামফিটামিনযুক্ত ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় বাসের তিন যাত্রীকে আটক করা হয়। তারা হলেন—রুপাইনচিং চাকমা (৪৫), চইমিয়া চাকমা (৪১) ও ওমং থাইং চাকমা (৪২)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলায়।
এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও দুটি বাস টিকিট জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা কক্সবাজার-ঢাকা রুট ব্যবহার না করে রাঙ্গামাটি ও বান্দরবান হয়ে ডলফিন পরিবহনের মাধ্যমে ইয়াবা পাচার করতেন বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আমার বার্তা/এমই

