চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেল দুর্ঘটনায় হাবিবুর রহমান হাবিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে মিরেরহাট বাজার এলাকায় নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিব পৌরসভার ৩নং ওয়ার্ডের শায়েস্তা খাঁ পাড়ার আ. মোনাত কালু সওদাগর ও শাহেদা আক্তার দম্পতির একমাত্র সন্তান। পরিবারসহ তিনি বাস স্টেশনের পশ্চিম পাশে নির্মিত হাবিব ম্যানসনে বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে মোটরসাইকেল নিয়ে আসার সময় হাবিব হঠাৎ দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক নাজমুল হাসান বলেন, ‘গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় একজন গুরুতর আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে যাই। তবে ভিকটিমের সঙ্গে থাকা লোকজন কোনো তথ্য না দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।’
শনিবার সকাল ১১টার দিকে শায়েস্তা খাঁ পাড়ার ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে হাবিবকে দাফন করা হয়েছে।
আমার বার্তা/এল/এমই