ই-পেপার বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

ছিনতাই ও হারিয়ে যাওয়া ২৫১ মোবাইলফোন উদ্ধার, হাসি ফোটাল পুলিশ

আমার বার্তা অনলাইন:
১৭ এপ্রিল ২০২৫, ১৬:৩৬
আপডেট  : ১৭ এপ্রিল ২০২৫, ১৬:৩৮
২৫১ মোবাইলফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে ডিএমপির তেজগাঁও বিভাগ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া, চুরি ও ছিনতাই হওয়া ২৫১ মোবাইলফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর শ্যামলীর তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এসব মোবাইলফোন তুলে দেন ভুক্তভোগীদের হাতে।

ডিএমপির তেজগাঁও বিভাগ সূত্র জানায়, বিভিন্ন কারণে মোবাইলফোন হারিয়ে যাওয়া এবং চুরি ও ছিনতাই হওয়ার ঘটনায় মোবাইলফোন মালিকদের সাধারণ ডায়েরি (জিডি) ও অভিযোগের প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় গত এক মাসে শেরেবাংলা নগর থানা পুলিশ ৬৩টি, হাতিরঝিল থানা পুলিশ ৫৪টি, মোহাম্মদপুর থানা পুলিশ ৪০টি, তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ৩২টি, আদাবর থানা পুলিশ ৩২টি এবং তেজগাঁও থানা পুলিশ ৩০টি মোবাইলফোন উদ্ধার করে।

সাংবাদিকদের ডিসি ইবনে মিজান বলেন, মোবাইলফোনে অনেক ব্যক্তিগত তথ্য থাকে। ছবি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য মোবাইলে থাকে। মোবাইল হারিয়ে গেলে আমরা বড় একটা সমস্যায় পড়ি। ডিএমপির তেজগাঁও বিভাগে বিশেষ একটি টিম গঠন করা হয়। তেজগাঁও বিভাগের ছয় থানার দক্ষ কর্মকর্তাদের নিয়ে হারানো মোবাইল উদ্ধারে কাজ শুরু করি। বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করে এসব মোবাইল উদ্ধার করা হয়। আমরা কয়েক মাসে হারানো মোবাইলগুলোর মধ্যে আড়াই শতাধিক মোবাইল উদ্ধার করেছি।

তিনি আরও বলেন, এই কাজে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রব্বানী হোসেন অক্লান্ত পরিশ্রমের ফলে এই বিপুলসংখ্যক মোবাইল উদ্ধার করা হয়। এর আগেও আমরা শতাধিক মোবাইল উদ্ধার করেছিলাম। আজও আমরা উদ্ধার হওয়া মোবাইলগুলো সঠিক মালিকদের কাছে তুলে দেবো। তবে মোবাইলগুলো জিডির কারণে উদ্ধার করা হয়েছে, তাই কেউ গ্রেপ্তার নেই।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার আরও বলেন, আজ উদ্ধার হওয়া মোবাইলের দাম যদি ২০ হাজার করে ধরা হয় তাহলে অন্তত ৫০ লাখ টাকার মোবাইল উদ্ধার করা হয়েছে। এই কাজের ধারাবাহিকতা ধরে রাখা হবে। মোবাইল হারিয়ে গেলে হতাশ না হয়ে থানায় জিডি করতে হবে। মোবাইল উদ্ধারে আমাদের টিম রয়েছে, তারা নিরলসভাবে কাজ করছে।

হারানোর চেয়ে ছিনতাইয়ের সংখ্যা বেশি, তাই মোবাইল ছিনতাই হওয়ার পর উদ্ধার করছেন। ছিনতাই প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, গত তিন মাসে আমরা আট শতাধিক ছিনতাইকারী গ্রেফতার করেছি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে, আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ছিনতাই প্রতিরোধে বিভিন্ন থানায় টিম গঠন করা হয়েছে। যেসব এলাকায় ছিনতাইকারী বেশি সেসব এলাকায় ব্লক রেইড করে গ্রেফতার অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি সেনাবাহিনীও ছিনতাই প্রতিরোধে মাঠে কাজ করছে। আর ছিনতাই হওয়া মোবাইলগুলো অপরাধীরা তাদের হাতে রাখে না। দ্বিতীয়, তৃতীয় হাতে চলে যায়।

আমার বার্তা/এমই

গুরুতর অভিযোগে সিটিটিসির সাবেক এডিসি ইশতিয়াক গ্রেপ্তার

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক অতিরিক্ত উপকমিশনার

চলন্ত প্রাইভেটকার থেকে ভ্যানিটি ব্যাগে টান, টেনে নিয়ে গেল নারীকে

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন এক নারী। তার পরনে ছিল শাড়ি, হাতে ভ্যানিটি

ঘুস গ্রহণকালে গ্রেপ্তার ডিএসসিসির ওয়ার্ড সচিব

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২নং অঞ্চলের ৪ নম্বর ওয়ার্ড সচিব কুতুবউদ্দিন সোহেলকে গ্রেপ্তার করা

শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে দায় স্বীকার এক আসামির

ঢাকার বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার মামলায় গ্রেপ্তার আল কামাল শেখ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা

নাস্তা খেয়েও এসআই সুজন বাদ পড়লেন ‘নাস্তা না খেয়ে বিশৃঙ্খলা’ করার অভিযোগে

আরও দুই হাজার কোটি টাকার শরিয়াহ বন্ড ছাড়ছে সরকার

আজারবাইজানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান প্রধান উপদেষ্টা

গুরুতর অভিযোগে সিটিটিসির সাবেক এডিসি ইশতিয়াক গ্রেপ্তার

ট্রফি জিতেই শুরু, কথা রেখেছেন হান্নান সরকার

ইন্টারপোলের মাধ্যমে হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারির সিদ্ধান্ত

ঢাকার মূল সড়কে কোনো ব্যাটারিচালিত রিকশা চলতে পারবে না

গভীর রাতে বৈষম্যবিরোধীর দুই কর্মীকে কোপাল নিষিদ্ধ ছাত্রলীগ

জনবান্ধব পুলিশ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরের মতো গাজাও ফিলিস্তিনের অংশ: এরদোগান

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়: ড. দেবপ্রিয়

অপকর্ম বন্ধ না করলে বিএনপিকেও ছুড়ে মারবে জনগণ: ফখরুল

কোম্পানির মুনাফার জায়গা গোখাদ্য হতে পারে না: ফরিদা আখতার

ভিসা সহজীকরণ নিয়ে বাংলাদেশ-আজারবাইজানের আলোচনা

বাংলাদেশ এখন আইএমএফ-বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়

পিএসসিকে চাপ দেওয়ার মিথ্যা অভিযোগ আনা হয়েছে: আসিফ মাহমুদ

বিপদ বাড়াচ্ছে খোলা তেল, ভিটামিন সমৃদ্ধ প্যাকেজিংয়ের তাগিদ

শেষ সেশনে ব্যাটিং ধসে ৬৪ রানের লিড নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ

গাজীপুর সিটির সাবেক মেয়র মান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া