ই-পেপার সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

দেড় কোটি টাকা চুরি করে ফ্রিজ-আলমারি কিনলেন কেয়ারটেকার

আমার বার্তা অনলাইন:
১৫ মে ২০২৫, ১৫:৫২

রামপুরার একটি বাসা থেকে দেড় কোটি টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার ও ৭ হাজার ডলার চুরির ঘটনায় বাসার কেয়ারটেকার উজ্জ্বলকে গ্রেফতার করেছে পুলিশ : ছবি সংগৃহীত

রাজধানীর রামপুরার একটি বাসা থেকে দেড় কোটি টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার ও সাত হাজার মার্কিন ডলার চুরির ঘটনায় বাসার কেয়ারটেকার উজ্জ্বলকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। চুরির টাকা দিয়ে ওই কেয়ারটেকার আলমারি ও ফ্রিজ কিনেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব জানান।

তিনি বলেন, হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরার মহানগর প্রজেক্টে কক্সবাজারের হোটেল সি প্যালেসের মালিক এ এস এম আলাউদ্দিন ভূইয়ার বাসায় চুরির ঘটনা ঘটে। আলাউদ্দিন ভূইয়া গত ১০ মে হাতিরঝিল থানায় অভিযোগ করেন- তার বাসার কেয়ারটেকার উজ্জ্বল দেড় কোটি টাকা, ৪০ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা) এবং সাত হাজার মার্কিন ডলার চুরি করে পালিয়ে গেছেন। এ অভিযোগের ভিত্তিতে উজ্জ্বল, তার স্ত্রী ও মায়ের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আলাউদ্দিন ভূইয়া গত ৩ মে সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজারে তার হোটেল তদারকির জন্য যান। এর আগে ২ মে তিনি তার বাসায় কর্মরত কেয়ারটেকার উজ্জ্বলকে গ্রামের বাড়িতে ছুটিতে যাওয়ার অনুমতি দেন। আলাউদ্দিন ভূইয়া ৬ মে ঢাকায় ফিরে আসেন এবং ৮ মে রাতে তার মেয়ে ব্যারিস্টার ফারজানা আক্তারের সঙ্গে বাসার স্টিলের আলমারি খুলে দেখেন তা খোলা এবং ভেতরে রাখা স্বর্ণালঙ্কার ও টাকা নেই। সিসি ক্যামেরার ফুটেজে তারা দেখতে পান, ২ মে সন্ধ্যায় উজ্জ্বল সিসি ক্যামেরাগুলো উপরের দিকে ঘুরিয়ে দেন এবং আলাউদ্দিন ভূইয়ার কক্ষে প্রবেশ করেন। পরদিন ৩ মে দুপুর সাড়ে ১২টায় উজ্জ্বল একটি ব্যাগ কাঁধে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, ব্যবসায়ী আলাউদ্দিন ভূইয়ার কক্সবাজারের হোটেলে ছয় বছর আগে বাবুর্চি হিসেবে কাজ করতেন উজ্জ্বল এবং ২০১৯ সাল থেকে ঢাকায় তার বাসায় কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিরেন। আলাউদ্দিন ভূইয়ার স্ত্রীর মৃত্যুর পর উজ্জ্বল বাসার যাবতীয় কাজ করতেন এবং আলমারির লকারের পাসওয়ার্ড জানতেন।

মামলাটি তদন্তকালে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত উজ্জ্বলের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গাজীপুর সদর থানাধীন মৌবাগ এলাকায় উজ্জ্বলের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেখানো মতে তার বাসার আলমারি থেকে ৬০ লাখ টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে উজ্জ্বল স্বীকার করেন, চুরি করা টাকা দিয়ে তিনি একটি আলমারি ও ফ্রিজ কিনেছেন, যা পরে পুলিশ জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল আরও জানান, চুরি করা আরও ১৪ লাখ টাকা গাজীপুর সদর থানাধীন শিমুলতলী বাজারে তার ভগ্নিপতির বাড়িতে লুকিয়ে রেখেছেন। পরে পুলিশ তার ভগ্নিপতির বাড়ির খাটের নিচ থেকে ১৪ লাখ টাকা উদ্ধার করে।

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, গ্রেপ্তার উজ্জ্বলকে আদালতে হাজির করা হলে দোষ স্বীকার করে জবানবন্দি দেন এবং চুরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দেন। মামলার অপর দুই আসামি ও চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আমার বার্তা/এমই

রাজবাড়ীতে পুলিশের এসআইয়ের ওপর হামলার অপরাধে গ্রেপ্তার ২

রাজবাড়ীতে হত্যা মামলার আসামিদের বাড়ি ভাঙচুরে বাধা দেওয়ায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেনের ওপর হামলার

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৭০ ভরি সোনা লুট, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আট মাস আগে যৌথ বাহিনীর সদস্য পরিচয়ে এক ব্যবসায়ীর ৭০ ভরি সোনা

বিমানবন্দরে আটক নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে ডিবিতে

আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই অভিনেত্রীকে

অভিনব প্রতারণার ফাঁদ: ঘরে ব্যবহৃত স্বর্ণ থাকলে সন্তান হবে না

সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধ্যাত্ব সমস্যার সমাধান দিয়ে প্রতারণার জাল পাতে একটি চক্র। সন্তান লাভের আশায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় দুদিনে একই বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ

শেখ পরিবারসহ ১০ শিল্পগোষ্ঠীর পৌনে ২ লাখ কোটি টাকার সম্পদ জব্দ

১৭ পুলিশ সুপারকে বদলি, তালিকা প্রকাশ

অর্থ উপদেষ্টার আশ্বাসে স্থান ত্যাগ করল কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ

সরকার পতনের পর আমলাতন্ত্র শক্তিশালী হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

কারও দ্বৈত এনআইডি নেই, ডাটাবেজ পুরোপুরি নিরাপদ: ডিজি

মঙ্গলবার পাকিস্তান যাচ্ছেন মিরাজ, পেয়েছেন চারদিনের এনওসি

ফ্যাসিস্ট সরকারের পুরোনো মডেলেই হচ্ছে নতুন বাজেট: আমীর খসরু

শ্রম খাত এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর

সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান তিতুমীরের শিক্ষার্থীদের

নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যানসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এনবিআরের কলম বিরতি স্থগিত, আলোচনায় অংশ নিচ্ছে ঐক্য পরিষদ

স্বামীর যে তিন আচরণে দাম্পত্য সম্পর্ক ভেঙে যায়

অটোমেশনের আওতায় আসছে ইউজিসি ও সব বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম

সিরিজের মাঝপথে ম্যাচ সংখ্যা বাড়ল, তৃতীয় টি-টোয়েন্টি ২১ মে

সাউথইস্ট ইউনিভার্সিটি নিয়োগ দেবে অ্যাসিস্ট্যান্ট অফিসার

আন্দোলনের ৯ মাস পর হত্যা মামলার আসামি শেখ হাসিনাসহ ২১২ জন

আসন্ন বাজেটে পানি-স্যানিটেশন খাতে বরাদ্দ বৃদ্ধির দাবি

নিরাপদ খাদ্য নিশ্চিতের ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি রয়েছে: খাদ্য উপদেষ্টা

নগদের ২০০০ কোটি আত্মসাৎ, পুরোনো ম্যানেজমেন্টের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক